দিল্লি পুলিশের ভূমিকায় সুপ্রিম কোর্টের ক্ষোভ
ভারতের সুপ্রিম কোর্ট ভোট দুর্নীতির অভিযোগ তদন্তে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তিন সপ্তাহের মধ্যে পূর্ণ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। গতকাল শুক্রবার আদালতের একটি বেঞ্চ এ নির্দেশ দেন।
বিচারপতি আফতাব আলম ও আর এম লোধার সমন্বয়ে গঠিত বেঞ্চটি বলেন, এ অভিযোগ তদন্তে দিল্লির পুলিশ বাহিনীর ভূমিকা অপূর্ণাঙ্গ। তদন্তকে যৌক্তিক একটি পর্যায়ে নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। পুলিশ এ জন্য ৪০ দিন সময় প্রার্থনা করলে আদালত তা নাকচ করে তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। দিল্লির পুলিশ তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে দাবি করেছিল, ২০০৮ সালে সংগঠিত এ দুর্নীতির সঙ্গে কোনো রাজনৈতিক নেতা জড়িত ছিলেন না।
বিচারপতি আফতাব আলম ও আর এম লোধার সমন্বয়ে গঠিত বেঞ্চটি বলেন, এ অভিযোগ তদন্তে দিল্লির পুলিশ বাহিনীর ভূমিকা অপূর্ণাঙ্গ। তদন্তকে যৌক্তিক একটি পর্যায়ে নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। পুলিশ এ জন্য ৪০ দিন সময় প্রার্থনা করলে আদালত তা নাকচ করে তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। দিল্লির পুলিশ তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে দাবি করেছিল, ২০০৮ সালে সংগঠিত এ দুর্নীতির সঙ্গে কোনো রাজনৈতিক নেতা জড়িত ছিলেন না।
No comments