আফ্রিদি ইস্যুতে ‘নরম’ সুর পিসিবির
মনে হচ্ছিল, এবার বোধহয় শহীদ আফ্রিদির শেষটা দেখেই ছাড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)! তবে সুর ‘নরম’ হয়েছে তাদের। এত দিন অনেক হম্বিতম্বি করলেও বোর্ড এখন বলছে, ২৪ জুন থেকে ফয়সালাবাদে শুরু হতে যাওয়া জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে আফ্রিদি অংশ নিতে চাইলে তাঁকে বাধা দেওয়া হবে না।
পিসিবির একজন শীর্ষ কর্মকর্তা পিটিআইকে বলেন, আফ্রিদির বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী অভিযোগ থাকলেও তাঁকে করাচি ডলফিনসের নেতৃত্ব দেওয়ার অনুমতি দেবে বোর্ড। এটা একটা ঘরোয়া প্রতিযোগিতা। তা ছাড়া বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এখানে আফ্রিদিকে খেলতে অনুমতি দেওয়াটাই শ্রেয় মনে করছে পিসিবি।
জানা গেছে, প্রতিযোগিতায় আফ্রিদিকে অধিনায়ক হিসেবে খেলানোর অনুমতি চেয়ে বোর্ডের কাছে লিখিত আবেদন জানিয়েছে করাচি সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু ‘সবুজ সংকেত’ দেওয়ার সিদ্ধান্ত হলেও এখনো সেই আবেদনের জবাব দেয়নি পিসিবি।
পিসিবির একজন শীর্ষ কর্মকর্তা পিটিআইকে বলেন, আফ্রিদির বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী অভিযোগ থাকলেও তাঁকে করাচি ডলফিনসের নেতৃত্ব দেওয়ার অনুমতি দেবে বোর্ড। এটা একটা ঘরোয়া প্রতিযোগিতা। তা ছাড়া বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এখানে আফ্রিদিকে খেলতে অনুমতি দেওয়াটাই শ্রেয় মনে করছে পিসিবি।
জানা গেছে, প্রতিযোগিতায় আফ্রিদিকে অধিনায়ক হিসেবে খেলানোর অনুমতি চেয়ে বোর্ডের কাছে লিখিত আবেদন জানিয়েছে করাচি সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু ‘সবুজ সংকেত’ দেওয়ার সিদ্ধান্ত হলেও এখনো সেই আবেদনের জবাব দেয়নি পিসিবি।
No comments