ছাইয়ের জন্য নিউজিল্যান্ডে বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে
চিলির পুয়েহুয়ে আগ্নেয়গিরি থেকে উদ্গীরিত ছাই নিউজিল্যান্ডেও ছড়িয়ে পড়তে পারে। এতে দেশটির অভ্যন্তরে ও বাইরে বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। গতকাল শনিবার কর্মকর্তারা এ কথা জানান।
আট দিন আগে পুয়েহুয়ে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড বাতাসের কারণে এ সপ্তাহের মধ্যে উদ্গীরিত ছাই প্রশান্ত মহাসাগর ছাড়িয়ে নিউজিল্যান্ডের আকাশে ছড়িয়ে পড়তে পারে। পুয়েহুয়ে আগ্নেয়গিরি থেকে নিউজিল্যান্ডের দূরত্ব প্রায় নয় হাজার কিলোমিটার।
নিউজিল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ভূপৃষ্ঠের ২০ থেকে ৩০ হাজার ফুট উঁচুতে ওই ছাই ছড়িয়ে পড়তে পারে। সাধারণত এই উচ্চতায় বিমান চলাচল করে থাকে। সংস্থাটি আরও জানায়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এখনো অব্যাহত থাকায় নিউজিল্যান্ডে বিমান চলাচল কমপক্ষে এক সপ্তাহ বাধাগ্রস্ত হতে পারে।
তবে এয়ার নিউজিল্যান্ড জানিয়েছে, তারা ফ্লাইটের সময়সূচি ও বিমান চলাচলের পথ প্রয়োজন অনুসারে সমন্বয় করে ফ্লাইট চালু রাখবে।
পুয়েহুয়ে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনায় ইতিমধ্যে দক্ষিণ আমেরিকাজুড়ে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।
আট দিন আগে পুয়েহুয়ে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড বাতাসের কারণে এ সপ্তাহের মধ্যে উদ্গীরিত ছাই প্রশান্ত মহাসাগর ছাড়িয়ে নিউজিল্যান্ডের আকাশে ছড়িয়ে পড়তে পারে। পুয়েহুয়ে আগ্নেয়গিরি থেকে নিউজিল্যান্ডের দূরত্ব প্রায় নয় হাজার কিলোমিটার।
নিউজিল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ভূপৃষ্ঠের ২০ থেকে ৩০ হাজার ফুট উঁচুতে ওই ছাই ছড়িয়ে পড়তে পারে। সাধারণত এই উচ্চতায় বিমান চলাচল করে থাকে। সংস্থাটি আরও জানায়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এখনো অব্যাহত থাকায় নিউজিল্যান্ডে বিমান চলাচল কমপক্ষে এক সপ্তাহ বাধাগ্রস্ত হতে পারে।
তবে এয়ার নিউজিল্যান্ড জানিয়েছে, তারা ফ্লাইটের সময়সূচি ও বিমান চলাচলের পথ প্রয়োজন অনুসারে সমন্বয় করে ফ্লাইট চালু রাখবে।
পুয়েহুয়ে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনায় ইতিমধ্যে দক্ষিণ আমেরিকাজুড়ে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।
No comments