সৌদি আরবকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ করতে হবে
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, দেশটিকে অবশ্যই শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ করতে হবে।
গত শুক্রবার অ্যামনেস্টির এক বিবৃতিতে বলা হয়, চলতি বছর এ পর্যন্ত সৌদি আরবে অন্তত ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ সংখ্যা গত বছরের সমান। গত মে মাসেই অন্তত ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সৌদি আরবের শরিয়া আইন অনুযায়ী, ধর্ষণ, হত্যা, স্বধর্ম ত্যাগ, সশস্ত্র ডাকাতি ও মাদক পাচারের ঘটনায় জড়িত ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা-বিষয়ক উপপরিচালক ফিলিপ লুথার বলেছেন, সৌদি কর্তৃপক্ষকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া ও কার্যকর করা বন্ধ করতে হবে এবং তা হতে হবে শিগগিরই।
ফিলিপ লুথার আরও বলেছেন, অ্যামনেস্টির কাছে তথ্য আছে, দেশটিতে শতাধিক বন্দী রয়েছেন। তাঁদের বেশির ভাগই বিদেশি এবং অবিলম্বে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর হবে।
এ বিষয়ে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
গত শুক্রবার অ্যামনেস্টির এক বিবৃতিতে বলা হয়, চলতি বছর এ পর্যন্ত সৌদি আরবে অন্তত ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ সংখ্যা গত বছরের সমান। গত মে মাসেই অন্তত ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সৌদি আরবের শরিয়া আইন অনুযায়ী, ধর্ষণ, হত্যা, স্বধর্ম ত্যাগ, সশস্ত্র ডাকাতি ও মাদক পাচারের ঘটনায় জড়িত ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা-বিষয়ক উপপরিচালক ফিলিপ লুথার বলেছেন, সৌদি কর্তৃপক্ষকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া ও কার্যকর করা বন্ধ করতে হবে এবং তা হতে হবে শিগগিরই।
ফিলিপ লুথার আরও বলেছেন, অ্যামনেস্টির কাছে তথ্য আছে, দেশটিতে শতাধিক বন্দী রয়েছেন। তাঁদের বেশির ভাগই বিদেশি এবং অবিলম্বে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর হবে।
এ বিষয়ে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
No comments