২৬ সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার তাগিদ অর্থমন্ত্রীর
সরকারি মালিকানাধীন ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার যথাসময়ে ছাড়ার আবারও তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ রোববার সকালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নবনির্বাচিত সভাপতি আসিফ ইব্রাহিমের নেতৃত্বে এক বৈঠকে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেছেন, এসব প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার ব্যাপারে আবারও একটি সভা করে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হবে। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে শেয়ার ছাড়তে না পারলে এসব প্রতিষ্ঠানের সদস্যদের পদত্যাগ করতে হবে। দীর্ঘদিন তাঁরা পুঁজিবাজারে শেয়ার ছাড়তে পারেননি। সুতরাং তাঁদের বাজারে আসতেই হবে।
এদিকে, শেয়ারবাজারের কারসাজির তদন্তে গঠিত কমিটি স্বাধীনভাবে কাজ করছে বলে জানিয়েছেন কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালিদ। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করতে পারবেন বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
অর্থমন্ত্রী বলেছেন, এসব প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার ব্যাপারে আবারও একটি সভা করে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হবে। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে শেয়ার ছাড়তে না পারলে এসব প্রতিষ্ঠানের সদস্যদের পদত্যাগ করতে হবে। দীর্ঘদিন তাঁরা পুঁজিবাজারে শেয়ার ছাড়তে পারেননি। সুতরাং তাঁদের বাজারে আসতেই হবে।
এদিকে, শেয়ারবাজারের কারসাজির তদন্তে গঠিত কমিটি স্বাধীনভাবে কাজ করছে বলে জানিয়েছেন কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালিদ। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করতে পারবেন বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
No comments