দাবানলের ধোঁয়ায় মস্কো ছাড়ছে বাসিন্দারা
নিঝনি নভগরদ এলাকার একটি গ্রামে গতকাল দাবানল নেভানোর চেষ্টা করছেন একজন দমকলকর্মী |
রাশিয়ায় ভয়াবহ দাবানলের ফলে সৃষ্ট কুয়াশা ও ঝাঁঝালো ধোঁয়ায় ছেয়ে গেছে মস্কোর আকাশ। গতকাল শনিবার স্বাভাবিকের চেয়ে ছয়গুণ বেশি এই দূষণ সৃষ্টি হলে অনেকে রাজধানী মস্কো ছেড়ে চলে যায়। অতিরিক্ত ধোঁয়ার কারণে বিস্তীর্ণ এলাকাজুড়ে উদ্ধার তৎপরতা বিঘ্নিত হয়। দাবানলে এ পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সপ্তাহশেষে আট শতাধিক স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। এর বেশির ভাগই দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে। কর্তৃপক্ষ বলছে, ১৩০ বছরের ইতিহাসে এটাই সবচেয়ে ভয়াবহ দাবানল।
আবহাওয়াবিদেরা বলছেন, দাবানলে সৃষ্ট ধোঁয়া গত ২৪ ঘণ্টায় ২৯০টি স্থানে ছড়িয়ে পড়েছে। তীব্র দাবদাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে তাঁরা আশঙ্কা করছেন। মধ্য জুন থেকে দাবদাহ শুরু হয়। তখন মস্কোর তাপমাত্রা সর্বোচ্চ ১০০ ডিগ্রি রেকর্ড করা হয়, যেখানে স্বাভাবিক তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।ধোঁয়ার মাত্রা তীব্র হওয়ায় মস্কোয় বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। বার্তা সংস্থা ইতার-তাস জানিয়েছে, গত শুক্রবার দমোদেদোভো বিমানবন্দরে রানওয়ের দৃষ্টিগ্রাহ্যতা নেমে দাঁড়িয়েছিল ৪০০ গজে।সড়কপথে গাড়ি চলাচলও বিঘ্নিত হয়েছে। চালকেরা দিনের বেলায় তীব্র ঝাঁঝালো ধোঁয়ার মধ্যে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালিয়েছেন।দৈনিক পত্রিকা কমারসান্ট-এ দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার শীর্ষস্থানীয় চিকিৎসক ইভান ইয়ারলোভ বলেন, অবস্থা সত্যিই গুরুতর। জনগণ এমন শোচনীয় অবস্থার মধ্যে আছেন, যে অবস্থায় তাঁদের থাকার কথা নয়।
সপ্তাহশেষে আট শতাধিক স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। এর বেশির ভাগই দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে। কর্তৃপক্ষ বলছে, ১৩০ বছরের ইতিহাসে এটাই সবচেয়ে ভয়াবহ দাবানল।
আবহাওয়াবিদেরা বলছেন, দাবানলে সৃষ্ট ধোঁয়া গত ২৪ ঘণ্টায় ২৯০টি স্থানে ছড়িয়ে পড়েছে। তীব্র দাবদাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে তাঁরা আশঙ্কা করছেন। মধ্য জুন থেকে দাবদাহ শুরু হয়। তখন মস্কোর তাপমাত্রা সর্বোচ্চ ১০০ ডিগ্রি রেকর্ড করা হয়, যেখানে স্বাভাবিক তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।ধোঁয়ার মাত্রা তীব্র হওয়ায় মস্কোয় বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। বার্তা সংস্থা ইতার-তাস জানিয়েছে, গত শুক্রবার দমোদেদোভো বিমানবন্দরে রানওয়ের দৃষ্টিগ্রাহ্যতা নেমে দাঁড়িয়েছিল ৪০০ গজে।সড়কপথে গাড়ি চলাচলও বিঘ্নিত হয়েছে। চালকেরা দিনের বেলায় তীব্র ঝাঁঝালো ধোঁয়ার মধ্যে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালিয়েছেন।দৈনিক পত্রিকা কমারসান্ট-এ দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার শীর্ষস্থানীয় চিকিৎসক ইভান ইয়ারলোভ বলেন, অবস্থা সত্যিই গুরুতর। জনগণ এমন শোচনীয় অবস্থার মধ্যে আছেন, যে অবস্থায় তাঁদের থাকার কথা নয়।
No comments