তারুণ্যে ফিরছে ইতালি
মার্সেলো লিপ্পি বিশ্বকাপে ইতালিকে বুড়োদের দল বানিয়েছিলেন। বিশ্বকাপ-ব্যর্থতার পর বিদায় নিয়েছেন লিপ্পি। নতুন কোচ সিজার প্রান্দেল্লি এসে ‘বুড়ো তত্ত্ব’কে প্রায় বিদায়ই দিয়ে দিলেন।
১০ আগস্ট লন্ডনে আইভরিকোস্টের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ইতালি। এই ম্যাচের জন্য ঘোষিত প্রান্দেল্লির ২৩ সদস্যের দলে লিপ্পির বিশ্বকাপ দলের সদস্য মাত্র ৯ জন! নতুন মুখ ৭ জন। এঁদের একজন মাত্রই কিছুদিন আগে ইতালিয়ান পাসপোর্ট পাওয়া জুভেন্টাসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার আমাউরি। ইন্টার মিলানের মারিও বালোতেল্লি ও আন্তনিও কাসানোকে বিশ্বকাপ দলে না নেওয়ায় লিপ্পির সমালোচনা হয়েছিল খুব। দুজনকেই দলে ডেকেছেন প্রান্দেল্লি। বিশ্বকাপের ব্যর্থ মিশনের পর এটাই হবে ইতালির প্রথম ম্যাচ
১০ আগস্ট লন্ডনে আইভরিকোস্টের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ইতালি। এই ম্যাচের জন্য ঘোষিত প্রান্দেল্লির ২৩ সদস্যের দলে লিপ্পির বিশ্বকাপ দলের সদস্য মাত্র ৯ জন! নতুন মুখ ৭ জন। এঁদের একজন মাত্রই কিছুদিন আগে ইতালিয়ান পাসপোর্ট পাওয়া জুভেন্টাসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার আমাউরি। ইন্টার মিলানের মারিও বালোতেল্লি ও আন্তনিও কাসানোকে বিশ্বকাপ দলে না নেওয়ায় লিপ্পির সমালোচনা হয়েছিল খুব। দুজনকেই দলে ডেকেছেন প্রান্দেল্লি। বিশ্বকাপের ব্যর্থ মিশনের পর এটাই হবে ইতালির প্রথম ম্যাচ
No comments