কাস্ত্রো ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভাষণ দেবেন কাল
কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো (৮৩) আগামীকাল শনিবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে এক বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন। কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ওই অধিবেশনে বক্তব্য দেবেন কাস্ত্রো।
অসুস্থ হয়ে পড়ায় ২০০৬ সালে ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন কাস্ত্রো। গত চার বছরে এই প্রথমবার আগামীকাল তিনি ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভাষণ দেবেন। তিনি বলেন, এখন তিনি সম্পূর্ণ সুস্থ। গত কয়েক মাসে অনেকবার জনসমক্ষে এসেছেন। সেই সুবাদে যা দেখেছেন, তাঁর সাম্প্রতিক বক্তব্যগুলোতে এর প্রতিফলন ঘটিয়েছেন। তিনি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান ও উত্তর কোরিয়াকে ঘিরে পরমাণুযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেন।
অসুস্থ হয়ে পড়ায় ২০০৬ সালে ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন কাস্ত্রো। গত চার বছরে এই প্রথমবার আগামীকাল তিনি ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভাষণ দেবেন। তিনি বলেন, এখন তিনি সম্পূর্ণ সুস্থ। গত কয়েক মাসে অনেকবার জনসমক্ষে এসেছেন। সেই সুবাদে যা দেখেছেন, তাঁর সাম্প্রতিক বক্তব্যগুলোতে এর প্রতিফলন ঘটিয়েছেন। তিনি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান ও উত্তর কোরিয়াকে ঘিরে পরমাণুযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেন।
No comments