পাকিস্তানের সঙ্গে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত ভারত
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা বলেছেন, পাকিস্তানের সঙ্গে সব বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত ভারত। তবে ধাপে ধাপে এই আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
গতকাল বৃহস্পতিবার ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নোত্তর পর্বে কৃষ্ণা এ কথা বলেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের ভয়ের কিছু নেই। ভারত সবকিছু নিয়েই আলোচনা করতে প্রস্তুত। পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো ধাপে ধাপে সমাধান করতে চাই আমরা। তবে আন্তসীমান্ত উত্তেজনা অবশ্যই শিথিল করতে হবে।’
স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাইয়ের একটি বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে কৃষ্ণা বলেন, ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের হাতে আটক মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হেডলির দেওয়া তথ্যের প্রতিফলন ছিল পিল্লাইয়ের বক্তব্যে।’
সম্প্রতি কৃষ্ণার ইসলামাবাদ সফরের সময় পিল্লাই বলেছিলেন, মুম্বাই হামলায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাত রয়েছে। ২০০৮ সালের ওই হামলায় কমপক্ষে ১৬৬ জন নিহত হয়। পাকিস্তান বরাবরই ভারতের এই অভিযোগ অস্বীকার করে আসছে।
গতকাল বৃহস্পতিবার ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নোত্তর পর্বে কৃষ্ণা এ কথা বলেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের ভয়ের কিছু নেই। ভারত সবকিছু নিয়েই আলোচনা করতে প্রস্তুত। পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো ধাপে ধাপে সমাধান করতে চাই আমরা। তবে আন্তসীমান্ত উত্তেজনা অবশ্যই শিথিল করতে হবে।’
স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাইয়ের একটি বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে কৃষ্ণা বলেন, ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের হাতে আটক মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হেডলির দেওয়া তথ্যের প্রতিফলন ছিল পিল্লাইয়ের বক্তব্যে।’
সম্প্রতি কৃষ্ণার ইসলামাবাদ সফরের সময় পিল্লাই বলেছিলেন, মুম্বাই হামলায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাত রয়েছে। ২০০৮ সালের ওই হামলায় কমপক্ষে ১৬৬ জন নিহত হয়। পাকিস্তান বরাবরই ভারতের এই অভিযোগ অস্বীকার করে আসছে।
No comments