বাজ্জোর সঙ্গে সাচ্চিও
আর কোনো গুঞ্জন নয়। দীর্ঘদিন ডুবে থাকার পর আবার ইতালিয়ান ফুটবলে নিজেকে জড়িয়ে ফেললেন রবার্তো বাজ্জো। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল পরিচালক হিসেবে কাজ করবেন নব্বইয়ের দশকের সেই বিখ্যাত ‘ডিভাইন পনিটেল’ (স্বর্গীয় ঝুঁটি) ফুটবলার রবার্তো বাজ্জো। গত সোমবার হঠাত্ করেই জানা গেল ইতালিয়ান ফুটবল ফেডারেশনে যোগ দিতে যাচ্ছেন বাজ্জো। দ্বিপক্ষীয় আলোচনা শেষেই ঘোষণাটি দিয়েছে ফেডারেশন। তাঁর কাজে যোগ দেওয়াটা এখন সময়ের ব্যাপার। ১৯৯৪ বিশ্বকাপে ইতালিকে ফাইনালে নিয়ে যাওয়া বাজ্জোর সঙ্গে ফিরছেন সেই সময়ের কোচ আরিগো সাচ্চিও। বাজ্জোর গুরু সাচ্চির নিয়োগ ইতালির যুব দলের (অনূর্ধ্ব-২১ পর্যায়ে) সমন্বয়কারী হিসেবে। প্রথম ইউরোপিয়ান বর্ষসেরা ইতালিয়ান ফুটবলার জিয়ান্নি রিভেরাকে করা হয়েছে যুব একাডেমির প্রধান। ২০১০ বিশ্বকাপ-ব্যর্থতা ভালোই ধাক্কা দিয়েছে ইতালিকে।
No comments