নিউজিল্যান্ডের সর্বোচ্চ চূড়া এডমুন্ড হিলারির নামে করার প্রস্তাব
রথম এভারেস্টজয়ী এডমুন্ড হিলারির নামে তাঁর দেশ নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সাউথ রিজের নাম রাখার প্রস্তাব করেছে নিউজিল্যান্ড জিওগ্রাফিক বোর্ড। স্যার হিলারির প্রতি সম্মান জানাতেই এই প্রস্তাব করা হয়েছে। হিলারির পরিবারও নতুন এই নামকরণকে সমর্থন করেছে। তবে নামকরণের ক্ষেত্রে জনমত যাচাইয়ের জন্য তিন মাস সময় প্রয়োজন।
নিউজিল্যান্ডের আওরাকি (বর্তমানে মাউন্ট কুক নামে পরিচিত) পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সাউথ রিজের উচ্চতা ১২ হাজার ৩০০ ফুট বা তিন হাজার ৭৫৪ মিটার। ১৯১৯ সালের ২০ জুলাই নিউজিল্যান্ডের অকল্যান্ডে জন্ম নেওয়া হিলারির নামে এই প্রথম দেশটির কোনো পর্বতের নামকরণ হচ্ছে।
নিউজিল্যান্ড জিওগ্রাফিক বোর্ডের চেয়ারম্যান ডন গ্রান্ট গতকাল বৃহস্পতিবার বলেন, তাঁরা সাউথ রিজের নতুন নামকরণের দায়িত্ব পেয়েছেন। হিলারির নামে নামকরণের ক্ষেত্রে তাঁরা সাতটি স্থানকে বিবেচনা করছেন। এর মধ্যে সাউথ রিজকে সবচেয়ে যথার্থ বলে মনে হচ্ছে।
রেডিও নিউজিল্যান্ড জানিয়েছে, নামকরণের জন্য দ্য নিউজিল্যান্ড জিওগ্রাফিক বোর্ড শিগগিরই জনমত নেওয়ার প্রক্রিয়া শুরু করবে এবং এই বছরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এডমুন্ড হিলারি ১৯৪৮ সালে সাউথ রিজে আরোহণ করেন। ১৯৫৩ সালের ২৯ মে হিলারি ও শেরপা তেনজিং নরগে সবার আগে এভারেস্ট জয় করেন
নিউজিল্যান্ডের আওরাকি (বর্তমানে মাউন্ট কুক নামে পরিচিত) পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সাউথ রিজের উচ্চতা ১২ হাজার ৩০০ ফুট বা তিন হাজার ৭৫৪ মিটার। ১৯১৯ সালের ২০ জুলাই নিউজিল্যান্ডের অকল্যান্ডে জন্ম নেওয়া হিলারির নামে এই প্রথম দেশটির কোনো পর্বতের নামকরণ হচ্ছে।
নিউজিল্যান্ড জিওগ্রাফিক বোর্ডের চেয়ারম্যান ডন গ্রান্ট গতকাল বৃহস্পতিবার বলেন, তাঁরা সাউথ রিজের নতুন নামকরণের দায়িত্ব পেয়েছেন। হিলারির নামে নামকরণের ক্ষেত্রে তাঁরা সাতটি স্থানকে বিবেচনা করছেন। এর মধ্যে সাউথ রিজকে সবচেয়ে যথার্থ বলে মনে হচ্ছে।
রেডিও নিউজিল্যান্ড জানিয়েছে, নামকরণের জন্য দ্য নিউজিল্যান্ড জিওগ্রাফিক বোর্ড শিগগিরই জনমত নেওয়ার প্রক্রিয়া শুরু করবে এবং এই বছরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এডমুন্ড হিলারি ১৯৪৮ সালে সাউথ রিজে আরোহণ করেন। ১৯৫৩ সালের ২৯ মে হিলারি ও শেরপা তেনজিং নরগে সবার আগে এভারেস্ট জয় করেন
No comments