প্রেরণা যখন টেন্ডুলকার
পরশু ভারতকে আরেকটি গর্বের উপলক্ষ এনে দিয়েছেন। ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটারটি এখন একজন ভারতীয়। এই গর্বে গর্বিত সোয়া শ কোটি মানুষের দেশ। ভারতের লোকসভা অভিনন্দিত করল শচীন টেন্ডুলকারকে। সংসদের স্পিকার মীরা কুমার কাল অধিবেশন চলার সময় ধন্যবাদ জানান এই কিংবদন্তি ব্যাটসম্যানকে, ‘আমি নিশ্চিত, এখানে উপস্থিত সবাই আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে শচীন টেন্ডুলকারকে উষ্ণ অভিনন্দন জানাবেন। তাঁর এই অর্জন আমাদের তরুণ ক্রিকেটারদের জন্যও অনুপ্রেরণার।’
শুধু ভারত নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে টেন্ডুলকার আসলে প্রেরণার প্রতীক হয়ে উঠেছেন সবার কাছে। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা যেমন জানালেন, নিজ নির্বাচনী এলাকা কালুতারায় টেন্ডুলকার এখন প্রেরণার সমার্থক, ‘টেন্ডুলকার তো শ্রীলঙ্কাতেও অনেক বড় ব্যক্তিত্ব...এই দেশেও ও একটা প্রতীক। যখন দায়বদ্ধতা আর আত্মনিবেদনের প্রসঙ্গ আসে, আমি প্রায়ই ওর উদাহরণ দিই।’
তিনবারের নির্বাচিত সাংসদ রানাতুঙ্গা জানালেন, রাজধানী কলম্বো থেকে ৩০ কিলোমিটার দূরের কালুতারার মানুষ কত ভালোবাসে টেন্ডুলকারকে, ‘শচীনের যেকোনো ব্যাপারেই আমার এলাকার মানুষ দারুণ আলোড়িত হয়। সেখানকার মানুষ ওকে সামনাসামনি দেখেনি। কিন্তু তার পরও শচীন ওদের সবার অনেক কাছের একজন।’
শুধু ভারত নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে টেন্ডুলকার আসলে প্রেরণার প্রতীক হয়ে উঠেছেন সবার কাছে। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা যেমন জানালেন, নিজ নির্বাচনী এলাকা কালুতারায় টেন্ডুলকার এখন প্রেরণার সমার্থক, ‘টেন্ডুলকার তো শ্রীলঙ্কাতেও অনেক বড় ব্যক্তিত্ব...এই দেশেও ও একটা প্রতীক। যখন দায়বদ্ধতা আর আত্মনিবেদনের প্রসঙ্গ আসে, আমি প্রায়ই ওর উদাহরণ দিই।’
তিনবারের নির্বাচিত সাংসদ রানাতুঙ্গা জানালেন, রাজধানী কলম্বো থেকে ৩০ কিলোমিটার দূরের কালুতারার মানুষ কত ভালোবাসে টেন্ডুলকারকে, ‘শচীনের যেকোনো ব্যাপারেই আমার এলাকার মানুষ দারুণ আলোড়িত হয়। সেখানকার মানুষ ওকে সামনাসামনি দেখেনি। কিন্তু তার পরও শচীন ওদের সবার অনেক কাছের একজন।’
No comments