তৃতীয় দিন শেষে ৩৪ রানে এগিয়ে শ্রীলঙ্কা
বিতীয় দিনে দুই উইকেটে ১৮০ সংগ্রহ করার পর তৃতীয় দিনে ভারতের ইনিংস শেষ হয়েছে ৪৩৬ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।তৃতীয় দিনে মাত্র ২০ রান যোগ করতেই ফিরে গেছেন আগের দিনে অপরাজিত থাকা টেন্ডুলকার ও শেবাগ। আউট হওয়ার আগে অবশ্য সেঞ্চুরিটা পূর্ণ করেছেন শেবাগ। টেন্ডুলকার আউট হয়েছেন ৪১ রানে।১৯৯ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেট জুটিতে ১০৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন লক্ষণ ও রাইনা। ৫৬ রান করে মেন্ডিসের বলে জয়াবর্ধনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান লক্ষণ। ৬২ রান করে রাইনাও মেন্ডিসের শিকারে পরিণত হন। ভারতের ইনিংসের শেষ দিকে অভিমন্যু মিথুনের ৪৬ ও অমিত মিশ্রর ৪০ রানের সুবাদে ৪৩৬ রান সংগ্রহ করে ভারত।ব্যাট হাতে সেঞ্চুরির পর এবার বল হাতেও জ্বলে উঠেছেন শেবাগ। ৩৯ রানের মধ্যেই ফিরিয়ে দিয়েছেন দুই শ্রীলঙ্কান ওপেনারকে। দিন শেষে সাঙ্গাকারা ১২ রানে অপরাজিত আছেন।
No comments