ফ্রান্সকে বিদায় বলে দিলেন ভিয়েরা
ইচ্ছে ছিল আরেকটা বিশ্বকাপ খেলার। প্যাট্রিক ভিয়েরার সেই ইচ্ছেটা পূরণ হয়নি। রেমন্ড ডমেনেখের ২০১০ বিশ্বকাপ দলে ছিলেন না ফ্রান্সের সাবেক অধিনায়ক। বয়স হয়ে গেছে ৩৪, আগামী বিশ্বকাপে খেলারও সুযোগ নেই তাঁর। এ কারণেই কিনা কে জানে, ‘বিদায় ফ্রান্স’ বলে দিলেন ভিয়েরা।
গত জানুয়ারিতে যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। সেটিই এখন তাঁর ধ্যানজ্ঞান। ‘আমার সব মনোযোগ এখন শুধু সিটিকে ঘিরে। এ ক্লাবটির জন্য আমি আমার সেরাটা দিতে চাই। ম্যানেজার রবার্তো মানচিনির বিশ্বাসের প্রতিদান দিতে চাই আমি’—বলেছেন ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ জেতা ভিয়েরা।
সুযোগ পাননি, তবে বিশ্বকাপে দলের শুভকামনাই করেছিলেন। তাঁর সেই শুভকামনায় বিশেষ ফল হয়নি। ফ্রান্সের জার্সি গায়ে ১০৭টি ম্যাচ খেলা ভিয়েরা খুব হতাশ, ‘আর সব ফরাসির মতো ফ্রান্সের লজ্জাজনক পারফরম্যান্সে আমিও খুব হতাশ।
গত জানুয়ারিতে যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। সেটিই এখন তাঁর ধ্যানজ্ঞান। ‘আমার সব মনোযোগ এখন শুধু সিটিকে ঘিরে। এ ক্লাবটির জন্য আমি আমার সেরাটা দিতে চাই। ম্যানেজার রবার্তো মানচিনির বিশ্বাসের প্রতিদান দিতে চাই আমি’—বলেছেন ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ জেতা ভিয়েরা।
সুযোগ পাননি, তবে বিশ্বকাপে দলের শুভকামনাই করেছিলেন। তাঁর সেই শুভকামনায় বিশেষ ফল হয়নি। ফ্রান্সের জার্সি গায়ে ১০৭টি ম্যাচ খেলা ভিয়েরা খুব হতাশ, ‘আর সব ফরাসির মতো ফ্রান্সের লজ্জাজনক পারফরম্যান্সে আমিও খুব হতাশ।
No comments