হিরোশিমায় আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই গতকাল শনিবার জাপানের হিরোশিমা নগরে পৌঁছান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই নগরে যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা ফেলার ৬৫তম বর্ষপূর্তি সামনে রেখে তিনি ওই নগরে যান। সেখানে এটিই তাঁর প্রথম সফর।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কারজাই তাঁর ঐতিহ্যবাহী পোশাকে হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে যান। সেখানে আণবিক বোমায় নিহত ব্যক্তিদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কারজাই আনবিক বোমা ফেলার স্থান পরিদর্শন করেন।
১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় পরমাণু বোমা ফেলা হয়। এতে এক লাখ ৪০ হাজারেরও বেশি লোক প্রাণ হারায়
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কারজাই তাঁর ঐতিহ্যবাহী পোশাকে হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে যান। সেখানে আণবিক বোমায় নিহত ব্যক্তিদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কারজাই আনবিক বোমা ফেলার স্থান পরিদর্শন করেন।
১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় পরমাণু বোমা ফেলা হয়। এতে এক লাখ ৪০ হাজারেরও বেশি লোক প্রাণ হারায়
No comments