ঘানা-অস্ট্রেলিয়া ম্যাচ ড্র
একটি হ্যান্ডবল, আর তা থেকে একটি পেনাল্টি; ঘানাকে বাঁচিয়ে দিল ২৩ মিনিটের এই ঘটনাই। ম্যাচের ১১ মিনিটেই হলম্যানের গোল ব্যাকফুটে ঠেলে দিয়েছিল ঘানাকে। কিন্তু ২৩ মিনিটে গোললাইনে হ্যান্ডবল করে বসেন অস্ট্রেলিয়ার হ্যারি কেওয়েল। লাল কার্ড দেখেন তিনি। পেনাল্টি থেকে গোল করে ঘানাকে ম্যাচে ফেরান আসামোয়া গায়ান। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয় ১-১ গোলে। এই ড্রয়ে ভালোভাবেই বেঁচে থাকল প্রথম ম্যাচে সার্বিয়াকে ১-০ গোলে হারানো ঘানার দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন। প্রথম ম্যাচে জার্মানির কাছে ০-৪ গোলে হেরে যাওয়া অস্ট্রেলিয়ারও এখনো সম্ভাবনা আছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। গ্রুপের শেষ ম্যাচে ঘানা মুখোমুখি হবে জার্মানির, অস্ট্রেলিয়া খেলবে সার্বিয়ার বিপক্ষে।
ম্যাচটি ১-১-এ ড্র হলেও দুই দলই খেলেছে উন্মুক্ত ফুটবল। আক্রমণ আর প্রতি-আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল দুই দলই। তবে নম্বর দিতে হলে এগিয়ে রাখতে হবে ঘানাকেই। আক্রমণ আর রক্ষণ—দুই জায়গাতেই অস্ট্রেলিয়ার চেয়ে ভালো ছিল আফ্রিকার এ দলটি।
ম্যাচটি ১-১-এ ড্র হলেও দুই দলই খেলেছে উন্মুক্ত ফুটবল। আক্রমণ আর প্রতি-আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল দুই দলই। তবে নম্বর দিতে হলে এগিয়ে রাখতে হবে ঘানাকেই। আক্রমণ আর রক্ষণ—দুই জায়গাতেই অস্ট্রেলিয়ার চেয়ে ভালো ছিল আফ্রিকার এ দলটি।
No comments