ফ্রান্সে মহা বিরক্ত বেকেনবাওয়ার
সপ্তাহও পার হয়নি, কোচ ক্যাপেলো আর তাঁর ইংল্যান্ড দলের খেলোয়াড়দের তীব্র সমালোচনা করেছেন জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। সেই ধারাবাহিকতায় এবার ফ্রান্সকে এক হাত নিলেন অধিনায়ক-কোচ দুই ভূমিকাতেই জার্মানিকে বিশ্বকাপ শিরোপা জেতানো ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।
ফরাসিদের প্রতি তাঁর অভিযোগটা আরও বেশি গুরুতর। মেক্সিকোর বিপক্ষে ০-২ গোলের হারের পর গালাস-এভরা-আনেলকাদের দেশপ্রেমকেই প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন কাইজার। তাঁর মতে, মেক্সিকোর বিপক্ষে ফ্রান্স যে খেলাটা খেলেছে, সেটা নাকি বিশ্বকাপের সঙ্গে যায় না। দলে কোনো সমন্বয় নেই। বেকেনবাওয়ার তাই ফ্রান্সের এই দলটা সম্পর্কে বলেছেন, ‘এই মুহূর্তে বিশ্বকাপের সবচেয়ে বড় হতাশার নাম ফ্রান্স। যে ঢঙে তারা খেলল, (মেক্সিকোর বিপক্ষে) সেটা বিশ্বকাপের সঙ্গে যায়ই না। দেখে মনে হচ্ছিল, তারা বুঝি ওয়ার্মআপ ম্যাচ খেলছে!’
মোট কথা, এবারের বিশ্বকাপের ফ্রান্সকে কোনো দলই মনে হচ্ছে না বেকেনবাওয়ারের, ‘তারা যেভাবে হার মেনে নিল, সত্যিই আমি মর্মাহত। একজনও লড়াই করে ফিরে আসার মানসিকতা দেখাল না। সত্যিকারের কোনো দলই মনে হয়নি তাদের।’
ইংলিশদের পক্ষ থেকে পাল্টাটা নগদই পেয়েছেন বেকেনবাওয়ার। তবে ফরাসিদের কাছ থেকে পাল্টা ঢিলটা না আসার সম্ভাবনাই বেশি। ফরাসিরা যে আসলেই স্বস্তিতে নেই।
ফরাসিদের প্রতি তাঁর অভিযোগটা আরও বেশি গুরুতর। মেক্সিকোর বিপক্ষে ০-২ গোলের হারের পর গালাস-এভরা-আনেলকাদের দেশপ্রেমকেই প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন কাইজার। তাঁর মতে, মেক্সিকোর বিপক্ষে ফ্রান্স যে খেলাটা খেলেছে, সেটা নাকি বিশ্বকাপের সঙ্গে যায় না। দলে কোনো সমন্বয় নেই। বেকেনবাওয়ার তাই ফ্রান্সের এই দলটা সম্পর্কে বলেছেন, ‘এই মুহূর্তে বিশ্বকাপের সবচেয়ে বড় হতাশার নাম ফ্রান্স। যে ঢঙে তারা খেলল, (মেক্সিকোর বিপক্ষে) সেটা বিশ্বকাপের সঙ্গে যায়ই না। দেখে মনে হচ্ছিল, তারা বুঝি ওয়ার্মআপ ম্যাচ খেলছে!’
মোট কথা, এবারের বিশ্বকাপের ফ্রান্সকে কোনো দলই মনে হচ্ছে না বেকেনবাওয়ারের, ‘তারা যেভাবে হার মেনে নিল, সত্যিই আমি মর্মাহত। একজনও লড়াই করে ফিরে আসার মানসিকতা দেখাল না। সত্যিকারের কোনো দলই মনে হয়নি তাদের।’
ইংলিশদের পক্ষ থেকে পাল্টাটা নগদই পেয়েছেন বেকেনবাওয়ার। তবে ফরাসিদের কাছ থেকে পাল্টা ঢিলটা না আসার সম্ভাবনাই বেশি। ফরাসিরা যে আসলেই স্বস্তিতে নেই।
No comments