কুয়েতে চাচার গুলিতে প্রিন্স নিহত
কুয়েতের এক প্রিন্স তাঁর চাচার গুলিতে নিহত হয়েছেন। পুলিশ ঘাতক চাচাকে গ্রেপ্তার করলেও তাঁর পরিচয় প্রকাশ করেনি। সরকারিভাবে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে প্রিন্সের হত্যাকাণ্ডকে সাধারণ মৃত্যু হিসেবে বর্ণনা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কেও তেমন কিছু জানা যায়নি। বিভিন্ন আরব গণমাধ্যম এ খবর জানিয়েছে।
কুয়েতের শাসক আদালত থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, তাঁরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছেন, শেখ বাসেল সালেম সাবাহ আল সালেম আল সাবাহ মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
অবশ্য বিভিন্ন আরব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে বাসেলকে তাঁর এক চাচা গুলি করে হত্যা করেন। রাজপ্রাসাদের সাপ্তাহিক সভায় গাড়ি নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ওই চাচা বাসেলকে লক্ষ্য করে কয়েকবার গুলি করলে তিনি মারা যান।
কুয়েতের শাসক আদালত থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, তাঁরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছেন, শেখ বাসেল সালেম সাবাহ আল সালেম আল সাবাহ মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
অবশ্য বিভিন্ন আরব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে বাসেলকে তাঁর এক চাচা গুলি করে হত্যা করেন। রাজপ্রাসাদের সাপ্তাহিক সভায় গাড়ি নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ওই চাচা বাসেলকে লক্ষ্য করে কয়েকবার গুলি করলে তিনি মারা যান।
No comments