ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ছয় কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নতুন সহায়তা হিসেবে ছয় কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এ সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন। জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির (ইউএনআরডব্লিউএ) কাছে এ অর্থ হস্তান্তর করা হবে। খবর এএফপির।
বিশ্ব শরণার্থী দিবস উদ্যাপন উপলক্ষে হিলারি ক্লিনটন বলেন, ৪৭ লাখ ফিলিস্তিনি নাগরিকের স্বাস্থ্যসেবা ও জীবনের মানোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে এই অর্থ ব্যয় হবে। ফিলিস্তিনি নাগরিকদের জন্য এ বছর এর মধ্যে সাড়ে নয় কোটি ডলার সহায়তা হিসেবে বরাদ্দ করা হয়। ওয়াশিংটন গত বছর ইউএনআরডব্লিউএ-কে ২৬ কোটি ৭০ লাখ ডলার দিয়েছে। এই সংস্থার বার্ষিক বাজেট হচ্ছে ৬০ কোটি ডলার।
বিশ্ব শরণার্থী দিবস উদ্যাপন উপলক্ষে হিলারি ক্লিনটন বলেন, ৪৭ লাখ ফিলিস্তিনি নাগরিকের স্বাস্থ্যসেবা ও জীবনের মানোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে এই অর্থ ব্যয় হবে। ফিলিস্তিনি নাগরিকদের জন্য এ বছর এর মধ্যে সাড়ে নয় কোটি ডলার সহায়তা হিসেবে বরাদ্দ করা হয়। ওয়াশিংটন গত বছর ইউএনআরডব্লিউএ-কে ২৬ কোটি ৭০ লাখ ডলার দিয়েছে। এই সংস্থার বার্ষিক বাজেট হচ্ছে ৬০ কোটি ডলার।
No comments