গুয়ানতানামো থেকে বন্দীদের গ্রহণে রাজি মেরকেল
কিউবার গুয়ানতানামো বেতে মার্কিন বন্দিশিবির থেকে মুক্তি পাওয়া বন্দীদের গ্রহণে রাজি হয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। এর আগে এসব বন্দীকে গ্রহণে তিনি রাজি হননি। যুক্তরাষ্ট্রের অনুরোধে বন্দী নিয়ে তাদের চাপ কমাতে এখন রাজি হয়েছেন তিনি। গতকাল শনিবার সাপ্তাহিক ফোকাস-এ প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানা যায়। খবর এএফপির।
প্রতিবেদনে বলা হয়, চ্যান্সেলরের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির নেতাদের সঙ্গে সম্প্রতি এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডি মেইজয়ের বলেন, মেরকেল চান যুক্তরাষ্ট্রকে সহায়তা করুক জার্মানি।
অতিসম্প্রতি জার্মানিকে তিনজন বন্দী নেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দীদের মধ্যে একজন সিরীয়, একজন ফিলিস্তিনি ও একজন জর্ডানি। তবে মেরকেল ঠিক কতজন বন্দীকে নিতে ইচ্ছুক, তা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, চ্যান্সেলরের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির নেতাদের সঙ্গে সম্প্রতি এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডি মেইজয়ের বলেন, মেরকেল চান যুক্তরাষ্ট্রকে সহায়তা করুক জার্মানি।
অতিসম্প্রতি জার্মানিকে তিনজন বন্দী নেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দীদের মধ্যে একজন সিরীয়, একজন ফিলিস্তিনি ও একজন জর্ডানি। তবে মেরকেল ঠিক কতজন বন্দীকে নিতে ইচ্ছুক, তা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
No comments