ওয়েস্ট ইন্ডিজের বড় পুঁজি
সিরিজ শেষ হয়ে গেছে প্রথম তিন ম্যাচ হেরেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লড়াইটা এখন হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর। সেই লড়াইয়ে ব্যাটিংটা অন্তত দারুণ করেছে ক্রিস গেইলের দল।
টস জিতে ডমিনিকায় কাল ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার পর ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৩ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২.৩ ওভারে গ্রায়েম স্মিথের (২৩) উইকেট হারিয়ে ৭৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট করছিলেন আমলা (৪৫*) ও ক্যালিস (৭*)।
ওয়েস্ট ইন্ডিজের বড়সড় ইনিংসটা গড়ে উঠেছে অনেকগুলো মাঝারি মাপের ব্যক্তিগত ইনিংসে। ফিফটি করেছেন ডেল রিচার্ডস (৫৯) চন্দরপল (৬৬)। ডোয়াইন (৪৬) ও ড্যারেন (৪৫) ব্রাভোও ভালো অবদান রেখেছেন।
টস জিতে ডমিনিকায় কাল ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার পর ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৩ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২.৩ ওভারে গ্রায়েম স্মিথের (২৩) উইকেট হারিয়ে ৭৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট করছিলেন আমলা (৪৫*) ও ক্যালিস (৭*)।
ওয়েস্ট ইন্ডিজের বড়সড় ইনিংসটা গড়ে উঠেছে অনেকগুলো মাঝারি মাপের ব্যক্তিগত ইনিংসে। ফিফটি করেছেন ডেল রিচার্ডস (৫৯) চন্দরপল (৬৬)। ডোয়াইন (৪৬) ও ড্যারেন (৪৫) ব্রাভোও ভালো অবদান রেখেছেন।
No comments