অবশেষে রোবেনের সাড়া
আরিয়েন রোবেনও তাহলে বিশ্বকাপে আছেন! দলে থেকেও যেন নাই হয়েই ছিলেন। চোটমুক্তির দাওয়াই নিতে নিতেই তো ক্লান্ত ছিলেন তিনি। মুখ খুলে নিজের উপস্থিতিটা জানান দেবেন কখন? অবশেষে মুখ খুললেন রোবেন। ওয়েবসাইট।
আর মুখ খুলে প্রথম ছবকেই প্রত্যাশার যে ছবিটা আঁকলেন বায়ার্ন মিউনিখের তারকা, তাতে নতুন করে স্বপ্ন সাজাতে পারেন ডাচরা। কিংবদন্তি ইয়োহান ক্রুইফ, খুলিত, বাস্তেন, বার্গক্যাম্পরা যা পারেননি; রোবেনের স্বপ্ন সেই বিশ্বকাপ জয়ের, ‘প্রত্যাশা উঁচুতেই আমাদের।’ তবে বাস্তবতাকেও মানতে কার্পণ্য নেই ইনজুরি মাথায় নিয়ে মাঠে নামার দিন গুনতে থাকা এই উইঙ্গারের, ‘শিরোপা জিততেই বিশ্বকাপে যাবেন আপনি, কিন্তু বাস্তবতাও আপনার জানা থাকবে হবে যে, এটা খুবই কঠিন।’
কেন কঠিন, দিয়েছেন সেই ব্যাখ্যাও, ‘অনেকগুলো বড় দল আছে। তাদের মানও ভালো। তবে আমাদেরও একদল ভালো ফুটবলার আছে, যারা সাফল্যের সঙ্গে বিশ্বকাপ শেষ করতে পারে।’
১৪ জুন ডেনমার্কের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছে হল্যান্ড। রোবেনকে ছাড়াই ওই ম্যাচে ২-০ গোলে জিতে দুর্দান্ত শুরু করেছে বিশ্বকাপের চির-হতভাগা দল হল্যান্ড। আজ জাপানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিও তাঁকে দেখতে হবে দর্শক হয়ে। ২৪ জুন ক্যামেরুনের বিপক্ষে হল্যান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। রোবেন তাকিয়ে আছেন এই ম্যাচের দিকেই।
দল বিশ্বকাপ খেলছে। এ সময় সাইড বেঞ্চে বসে করতালি দেওয়াটা ক্লাব ফুটবল দাপিয়ে বেড়ানো রোবেনের মতো তারকার জন্য শুধু হতাশারই না, কষ্টেরও। তাই দ্রুত মাঠে নামার আশায় ইনজুরির মধ্যেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। মাঠে না নামতে পারার কষ্ট থাকতে পারে, তবে কোচ মারউইকের সঙ্গে কাজ করাটা উপভোগই করছেন, ‘তিনি (কোচ) প্রথমেই আমাদের পরিষ্কার করে দিয়েছেন, আমাদের কাছে কী তাঁর চাওয়া। তিনি এমন একজন কোচ, যিনি ঠান্ডা মাথায় সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। আর মানুষ হিসেবেও দারুণ।’
আর মুখ খুলে প্রথম ছবকেই প্রত্যাশার যে ছবিটা আঁকলেন বায়ার্ন মিউনিখের তারকা, তাতে নতুন করে স্বপ্ন সাজাতে পারেন ডাচরা। কিংবদন্তি ইয়োহান ক্রুইফ, খুলিত, বাস্তেন, বার্গক্যাম্পরা যা পারেননি; রোবেনের স্বপ্ন সেই বিশ্বকাপ জয়ের, ‘প্রত্যাশা উঁচুতেই আমাদের।’ তবে বাস্তবতাকেও মানতে কার্পণ্য নেই ইনজুরি মাথায় নিয়ে মাঠে নামার দিন গুনতে থাকা এই উইঙ্গারের, ‘শিরোপা জিততেই বিশ্বকাপে যাবেন আপনি, কিন্তু বাস্তবতাও আপনার জানা থাকবে হবে যে, এটা খুবই কঠিন।’
কেন কঠিন, দিয়েছেন সেই ব্যাখ্যাও, ‘অনেকগুলো বড় দল আছে। তাদের মানও ভালো। তবে আমাদেরও একদল ভালো ফুটবলার আছে, যারা সাফল্যের সঙ্গে বিশ্বকাপ শেষ করতে পারে।’
১৪ জুন ডেনমার্কের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছে হল্যান্ড। রোবেনকে ছাড়াই ওই ম্যাচে ২-০ গোলে জিতে দুর্দান্ত শুরু করেছে বিশ্বকাপের চির-হতভাগা দল হল্যান্ড। আজ জাপানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিও তাঁকে দেখতে হবে দর্শক হয়ে। ২৪ জুন ক্যামেরুনের বিপক্ষে হল্যান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। রোবেন তাকিয়ে আছেন এই ম্যাচের দিকেই।
দল বিশ্বকাপ খেলছে। এ সময় সাইড বেঞ্চে বসে করতালি দেওয়াটা ক্লাব ফুটবল দাপিয়ে বেড়ানো রোবেনের মতো তারকার জন্য শুধু হতাশারই না, কষ্টেরও। তাই দ্রুত মাঠে নামার আশায় ইনজুরির মধ্যেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। মাঠে না নামতে পারার কষ্ট থাকতে পারে, তবে কোচ মারউইকের সঙ্গে কাজ করাটা উপভোগই করছেন, ‘তিনি (কোচ) প্রথমেই আমাদের পরিষ্কার করে দিয়েছেন, আমাদের কাছে কী তাঁর চাওয়া। তিনি এমন একজন কোচ, যিনি ঠান্ডা মাথায় সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। আর মানুষ হিসেবেও দারুণ।’
No comments