এক মাঠে জয় অন্য মাঠে ড্র
বাংলাদেশ লিগে কাল নিজেদের মাঠে মুক্তিযোদ্ধাকে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডান (১-০)। বিরতির আগে লামিন করেছেন ম্যাচের একমাত্র গোল। এদিকে ঢাকায় ব্রাদার্স-শুকতারা ম্যাচে কেউ জেতেনি (০-০)।
ব্রাদার্স দুবার শুকতারার জালে বল ঠেলেও গোল পায়নি। দুবারই অফসাইডের বাঁশি বেজেছে। এ নিয়ে ব্রাদার্স ছিল ক্ষুব্ধ। তারা আপত্তি তুলেছে রেফারিং নিয়ে।
এই ড্রয়ে ২২ ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট হলো ২২। অবনমনের চিন্তা নেই দলটির। সমান ম্যাচে ১৬ পয়েন্ট পাওয়া শুকতারা এখনো রয়েছে অবনমনের খাঁড়ার নিচে। দুটি দল অবনমিত হবে, নিচের দিক থেকে নারায়ণগঞ্জের দলটি আছে দ্বিতীয় স্থানে।
পাঁচ জয় আর ৯ ড্রয়ে ২৪ পয়েন্ট পেল চট্টগ্রাম মোহামেডান। মুক্তিযোদ্ধারও পয়েন্ট ২৪। দুই দলই খেলেছে ২২টি করে ম্যাচ। গোল ব্যবধানে চট্টগ্রাম মোহামেডান পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে, এর পরই মুক্তিযোদ্ধা। সেরা ছয়েই শেষ পর্যন্ত থাকতে চায় এই দলগুলো। কেননা কোটি টাকার সুপার কাপ হবে (যদি হয়) সেরা ছয়টি দলকে নিয়ে।
ব্রাদার্স দুবার শুকতারার জালে বল ঠেলেও গোল পায়নি। দুবারই অফসাইডের বাঁশি বেজেছে। এ নিয়ে ব্রাদার্স ছিল ক্ষুব্ধ। তারা আপত্তি তুলেছে রেফারিং নিয়ে।
এই ড্রয়ে ২২ ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট হলো ২২। অবনমনের চিন্তা নেই দলটির। সমান ম্যাচে ১৬ পয়েন্ট পাওয়া শুকতারা এখনো রয়েছে অবনমনের খাঁড়ার নিচে। দুটি দল অবনমিত হবে, নিচের দিক থেকে নারায়ণগঞ্জের দলটি আছে দ্বিতীয় স্থানে।
পাঁচ জয় আর ৯ ড্রয়ে ২৪ পয়েন্ট পেল চট্টগ্রাম মোহামেডান। মুক্তিযোদ্ধারও পয়েন্ট ২৪। দুই দলই খেলেছে ২২টি করে ম্যাচ। গোল ব্যবধানে চট্টগ্রাম মোহামেডান পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে, এর পরই মুক্তিযোদ্ধা। সেরা ছয়েই শেষ পর্যন্ত থাকতে চায় এই দলগুলো। কেননা কোটি টাকার সুপার কাপ হবে (যদি হয়) সেরা ছয়টি দলকে নিয়ে।
No comments