কাচজিনস্কির মৃত্যুর খবর এখনো জানেন না তাঁর মা
পোল্যান্ডের প্রয়াত প্রেসিডেন্ট লেস কাচজিনস্কির মৃত্যুর খবর এখনো জানেন না তাঁর মা। গতকাল শনিবার তাঁর যমজ ভাই জারোস্ল কাচজিনস্কি এ কথা জানান। ছয় সপ্তাহ আগে রাশিয়ায় এক বিমান দুর্ঘটনায় নিহত হন লেস কাচজিনস্কি।
বহুল প্রচারিত সুপার এক্সপ্রেস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জারোস্ল কাচজিনস্কি (৬০) বলেন, ‘মা এখনো জানেন না যে লেস মারা গেছে।’ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জারোস্ল কাচজিনস্কি।
সাবেক এই রক্ষণশীল প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অনেক দিন ধরে মায়ের মানসিক অবস্থা খারাপ। তিনি আমাকে লেস বলেই মনে করছেন, যা আগে কখনো ঘটেনি।’
লেস ও জারোস্ল কাচজিনস্কির মা জাডউইং কাচজিনস্কি (৮৪) দুই মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে রয়েছেন।
জারোস্ল জানান, তাঁর মায়ের মানসিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে আমি মাকে সত্যি কথাটি জানাব।’
নির্বাচনের চার সপ্তাহ আগে নেওয়া জনমত জরিপে দেখা যাচ্ছে, জারোস্ল কাচজিনস্কি নির্বাচনে ৩০ থেকে ৩৬ শতাংশ ভোট পেতে পারেন।
বহুল প্রচারিত সুপার এক্সপ্রেস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জারোস্ল কাচজিনস্কি (৬০) বলেন, ‘মা এখনো জানেন না যে লেস মারা গেছে।’ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জারোস্ল কাচজিনস্কি।
সাবেক এই রক্ষণশীল প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অনেক দিন ধরে মায়ের মানসিক অবস্থা খারাপ। তিনি আমাকে লেস বলেই মনে করছেন, যা আগে কখনো ঘটেনি।’
লেস ও জারোস্ল কাচজিনস্কির মা জাডউইং কাচজিনস্কি (৮৪) দুই মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে রয়েছেন।
জারোস্ল জানান, তাঁর মায়ের মানসিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে আমি মাকে সত্যি কথাটি জানাব।’
নির্বাচনের চার সপ্তাহ আগে নেওয়া জনমত জরিপে দেখা যাচ্ছে, জারোস্ল কাচজিনস্কি নির্বাচনে ৩০ থেকে ৩৬ শতাংশ ভোট পেতে পারেন।
No comments