বিশ্বকাপ শেষ মুরালির
দল হারলেও মুত্তিয়া মুরালিধরন নিজে সফল ছিলেন ঠিকই। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে আউট করেছিলেন নিউজিল্যান্ডের মূল দুই ব্যাটসম্যান জেসি রাইডার ও রস টেলরকে। তবে ওই ম্যাচেই পড়েছেন ইনজুরিতে, যা তাঁকে ঠেলে দিল টুর্নামেন্টেরই বাইরে। দ্বিতীয় রাউন্ডে উঠলেও দলের সহ-অধিনায়ক ও সেরা বোলারকে পাবে না শ্রীলঙ্কা। গতকাল অবশ্য জিম্বাবুয়েকে হারিয়ে টুর্নামেন্টে টিকে রয়েছে কুমার সাঙ্গাকারার দল।
মুরালির ইনজুরিটা ঊরুর। তবে গুরুতর কিছু নয়। শ্রীলঙ্কার ফিজিও টিম সিমসেক জানিয়েছেন, সপ্তাহ দুই-তিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ উইকেটশিকারি মুরালিধরন ১০টি টি-টোয়েন্টিতে ওভারপ্রতি ৬.১৫ রান দিয়ে নিয়েছেন ১৩ উইকেট।
মুরালির ইনজুরিটা ঊরুর। তবে গুরুতর কিছু নয়। শ্রীলঙ্কার ফিজিও টিম সিমসেক জানিয়েছেন, সপ্তাহ দুই-তিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ উইকেটশিকারি মুরালিধরন ১০টি টি-টোয়েন্টিতে ওভারপ্রতি ৬.১৫ রান দিয়ে নিয়েছেন ১৩ উইকেট।
No comments