অলৌকিক আশায় ফার্গুসন
লিভারপুলকে পরশু ২-০ গোলে হারিয়ে চেলসি অনেকটাই নিশ্চিত করে ফেলেছে শিরোপা। একই দিনে নানির গোলে সান্ডারল্যান্ডকে হারিয়েও (১-০) ১ পয়েন্টে পিছিয়ে থাকা ম্যানইউয়ের শিরোপাহীন থাকাটাও এতে প্রায় নিশ্চিত। শিরোপা জিততে হলে চেলসিকে এখন নিজেদের মাঠে উইগানের বিপক্ষে লিগের শেষ ম্যাচটা জিততে হবে। কাজটা যে চেলসির জন্য খুবই সোজা, সেটা ম্যানইউ কোচ ফার্গুসনও মানছেন।
মানছেন আর বকছেন। বকছেন কাকে? ভাগ্যকে তো বটেই, সঙ্গে স্টিফেন জেরার্ডকেও! এর মধ্যে আবার জেরার্ড এলেন কোত্থেকে? ফার্গুসন দাবি করছেন, লিভারপুল অধিনায়ক জেরার্ডের ভুলেই চেলসি ম্যাচ জিতে গেছে। অতএব ম্যানইউয়ের এমন অবস্থার জন্য জেরার্ডেরই যত দোষ।
জেরার্ডেরই একটা ব্যাকপাসকে কাজে লাগিয়ে চেলসির পক্ষে প্রথম গোলটা করেছিলেন দ্রগবা। ফার্গুসনের কথা, ‘ওটা স্রেফ একটা উপহার। এখন তো আর আমাদের এটা নিয়ে কিছু করার নেই।’
কিছু করার না থাকলেও ফার্গুসন আশা ছাড়ছেন না। একটা ‘মিরাকল’-এর আশা করছেন তিনি। স্টামফোর্ড ব্রিজে গিয়ে উইগান চেলসিকে হারিয়ে দিয়ে আসবে, এমন একটা স্বপ্ন তাঁর চোখে।
মানছেন আর বকছেন। বকছেন কাকে? ভাগ্যকে তো বটেই, সঙ্গে স্টিফেন জেরার্ডকেও! এর মধ্যে আবার জেরার্ড এলেন কোত্থেকে? ফার্গুসন দাবি করছেন, লিভারপুল অধিনায়ক জেরার্ডের ভুলেই চেলসি ম্যাচ জিতে গেছে। অতএব ম্যানইউয়ের এমন অবস্থার জন্য জেরার্ডেরই যত দোষ।
জেরার্ডেরই একটা ব্যাকপাসকে কাজে লাগিয়ে চেলসির পক্ষে প্রথম গোলটা করেছিলেন দ্রগবা। ফার্গুসনের কথা, ‘ওটা স্রেফ একটা উপহার। এখন তো আর আমাদের এটা নিয়ে কিছু করার নেই।’
কিছু করার না থাকলেও ফার্গুসন আশা ছাড়ছেন না। একটা ‘মিরাকল’-এর আশা করছেন তিনি। স্টামফোর্ড ব্রিজে গিয়ে উইগান চেলসিকে হারিয়ে দিয়ে আসবে, এমন একটা স্বপ্ন তাঁর চোখে।
No comments