বাগদাদে ভোট পুনর্গণনা শুরু
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে ইরাকের রাজধানী বাগদাদে ভোট পুনর্গণনার কাজ গতকাল সোমবার শুরু হয়েছে। গত ৭ মার্চ অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বাগদাদে ব্যাপক সহিংসতা হয়। তাই রাজধানীর ভোট পুনর্গণনার দাবি করে আসছিলেন প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি।
তাঁর দাবির পরিপ্রেক্ষিতেই রাজধানীর রাশিদ হোটেলে ভোট পুনর্গণনার এ কাজ শুরু করা হয়। এর আগে ইরাকের স্বাধীন উচ্চ নির্বাচন কমিশনের (আইএইচইসি) মুখপাত্র কাসিম আল-আবুদি সাংবাদিকদের জানান, আজ (সোমবার) ৬০০ বাক্স ভোট হাতে পুনর্গণনা করা হবে। বাগদাদে মোট ভোট পড়েছে প্রায় ২৫ লাখ। তিনি বলেন, ভোট পুনর্গণনার কাজে ১১ থেকে ১২ দিন সময় লেগে যেতে পারে।
জাতিসংঘ ও ইরাকে মার্কিন দূতাবাসের কর্মকর্তাসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা এ ভোট পুনর্গণনার কাজ পর্যবেক্ষণ করছেন।
পার্লামেন্ট নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবির নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ জোট ৯১টি আসনে জয়লাভ করে এবং মালিকির জোট জেতে ৮৯টি আসন। ৩২৫ আসনের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১৬৩ আসন। একক সংখ্যাগরিষ্ঠতা কেউই পায়নি। বাগদাদে মোট ৭০টি আসন রয়েছে। এর মধ্যে মালিকির জোট জয়লাভ করে ২৬টি আসনে এবং আলাবির জোট ২৪টি আসনে।
তাঁর দাবির পরিপ্রেক্ষিতেই রাজধানীর রাশিদ হোটেলে ভোট পুনর্গণনার এ কাজ শুরু করা হয়। এর আগে ইরাকের স্বাধীন উচ্চ নির্বাচন কমিশনের (আইএইচইসি) মুখপাত্র কাসিম আল-আবুদি সাংবাদিকদের জানান, আজ (সোমবার) ৬০০ বাক্স ভোট হাতে পুনর্গণনা করা হবে। বাগদাদে মোট ভোট পড়েছে প্রায় ২৫ লাখ। তিনি বলেন, ভোট পুনর্গণনার কাজে ১১ থেকে ১২ দিন সময় লেগে যেতে পারে।
জাতিসংঘ ও ইরাকে মার্কিন দূতাবাসের কর্মকর্তাসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা এ ভোট পুনর্গণনার কাজ পর্যবেক্ষণ করছেন।
পার্লামেন্ট নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবির নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ জোট ৯১টি আসনে জয়লাভ করে এবং মালিকির জোট জেতে ৮৯টি আসন। ৩২৫ আসনের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১৬৩ আসন। একক সংখ্যাগরিষ্ঠতা কেউই পায়নি। বাগদাদে মোট ৭০টি আসন রয়েছে। এর মধ্যে মালিকির জোট জয়লাভ করে ২৬টি আসনে এবং আলাবির জোট ২৪টি আসনে।
No comments