সাম্প্রদায়িক দাঙ্গা রুখতে ভারতে নতুন আইন আসছে
ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা রুখতে এবার আসছে দাঙ্গাবিরোধী এক নতুন আইন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম গত বুধবার দিল্লিতে স্টেট মাইনরিটিস কমিশনসের এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ আইন প্রণয়নের কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছরের শেষের দিকে এই আইন আসছে ভারতে। হায়দরাবাদ ও রায়বেরিলিতে সাম্প্রতিক দাঙ্গার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সংখ্যালঘু লোকজনকে আশ্বস্ত করে বলেন, ভারত সরকার সর্বদাই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য দায়বদ্ধ। নতুন আইন এলে এ সমস্যার সুরাহা হবে বলে তিনি মন্তব্য করেন। চিদাম্বরম বলেন, এই আইনে দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়াসহ পুনর্বাসনের বিধান রাখা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছরের শেষের দিকে এই আইন আসছে ভারতে। হায়দরাবাদ ও রায়বেরিলিতে সাম্প্রতিক দাঙ্গার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সংখ্যালঘু লোকজনকে আশ্বস্ত করে বলেন, ভারত সরকার সর্বদাই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য দায়বদ্ধ। নতুন আইন এলে এ সমস্যার সুরাহা হবে বলে তিনি মন্তব্য করেন। চিদাম্বরম বলেন, এই আইনে দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়াসহ পুনর্বাসনের বিধান রাখা হবে।
No comments