পপকর্নের দাম নিয়ন্ত্রণে আইন
ইসরায়েলের আইনসভায় পপকর্নের দাম নিয়ন্ত্রণের জন্য সম্প্রতি একটি আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভুট্টা থেকে তৈরি করা এক ধরনের হালকা খাবার পপকর্ন। ইসরায়েলের আইনসভার সদস্য কারমেল শামা বলেছেন, দেশের সিনেমা হলগুলোয় চড়া দামে পপকর্ন বিক্রি করা হচ্ছে। সিনেমা হলগুলোতে হালকা খাবার ও পানীয়র দাম নিয়ন্ত্রণে একটি আইন করা হবে বলে উল্লেখ করেছেন ক্ষমতাসীন লিকুদ পার্টির ওই সদস্য।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইনটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি চূড়ান্ত করতে কয়েক মাস লাগবে। সিনেমা কোম্পানিগুলো প্রস্তাবিত এই আইনের সমালোচনা করেছে। তাদের বক্তব্য, বেশির ভাগ সিনেমা হলের মুনাফা আসে হালকা খাবার ও পানীয় বিক্রি করে।
কারমেল শামা হিব্রু ভাষার সংবাদপত্র ইয়েদিয়োথ আহারোনোথকে বলেন, ‘এই অতিরিক্ত দামের একটি সমাপ্তি টানতে হবে আমাদের। স্ন্যাকস আর কোমল পানীয় কিনতে গিয়ে নাগরিকেরা ঘরবাড়ি বন্ধক রাখুক—এমন পরিস্থিতি তৈরি করতে চাই না আমরা।’
ইসরায়েলের সিনেমা হলগুলোতে পপকর্নের একটি বড় বাক্স বিক্রি হয় পাঁচ ডলারে। সেখানে একটি সুপার মার্কেটে এই পপকর্নের দাম এর অর্ধেক, আর বাড়িতে এই পপকর্ন তৈরি করতে খরচ পড়ে মাত্র ১০ ভাগের এক ভাগ
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইনটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি চূড়ান্ত করতে কয়েক মাস লাগবে। সিনেমা কোম্পানিগুলো প্রস্তাবিত এই আইনের সমালোচনা করেছে। তাদের বক্তব্য, বেশির ভাগ সিনেমা হলের মুনাফা আসে হালকা খাবার ও পানীয় বিক্রি করে।
কারমেল শামা হিব্রু ভাষার সংবাদপত্র ইয়েদিয়োথ আহারোনোথকে বলেন, ‘এই অতিরিক্ত দামের একটি সমাপ্তি টানতে হবে আমাদের। স্ন্যাকস আর কোমল পানীয় কিনতে গিয়ে নাগরিকেরা ঘরবাড়ি বন্ধক রাখুক—এমন পরিস্থিতি তৈরি করতে চাই না আমরা।’
ইসরায়েলের সিনেমা হলগুলোতে পপকর্নের একটি বড় বাক্স বিক্রি হয় পাঁচ ডলারে। সেখানে একটি সুপার মার্কেটে এই পপকর্নের দাম এর অর্ধেক, আর বাড়িতে এই পপকর্ন তৈরি করতে খরচ পড়ে মাত্র ১০ ভাগের এক ভাগ
No comments