হারের বৃত্তেই পাঞ্জাব
আবারও হারল কিংস ইলেভেন পাঞ্জাব। যুবরাজ সিংয়ের দলের টানা চতুর্থ পরাজয়টি এসেছে কাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে। ম্যাচটি তারা হেরেছে ৬ উইকেটে।
আবারও শুধু একটা বিভাগেই জ্বলে উঠল পাঞ্জাব। এবার ব্যাটিংয়ে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে কুমার সাঙ্গাকারা (৪৫), রবি বোপারা (৪২*) ও যুবরাজের (৩৬) কল্যাণে ৫ উইকেটে ১৮১ রান তোলে পাঞ্জাব। তবে ব্রেট লি, শ্রীশান্তরা জয় পাওয়ার মতো বোলিং করতে পারেননি। ১৯.১ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু। কেভিন পিটারসেন বেঙ্গালুরুর পক্ষে সর্বোচ্চ ৬৬* রান করেছেন। বিরাট কোহলি করেছেন ৪২ রান।
৮ ম্যাচে পাঞ্জাবের এটি সপ্তম পরাজয়। ১টি জয় থেকে ২ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার সবার নিচের দল তারা। আর বেঙ্গালুরুর এটা পঞ্চম জয়। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু।
আবারও শুধু একটা বিভাগেই জ্বলে উঠল পাঞ্জাব। এবার ব্যাটিংয়ে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে কুমার সাঙ্গাকারা (৪৫), রবি বোপারা (৪২*) ও যুবরাজের (৩৬) কল্যাণে ৫ উইকেটে ১৮১ রান তোলে পাঞ্জাব। তবে ব্রেট লি, শ্রীশান্তরা জয় পাওয়ার মতো বোলিং করতে পারেননি। ১৯.১ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু। কেভিন পিটারসেন বেঙ্গালুরুর পক্ষে সর্বোচ্চ ৬৬* রান করেছেন। বিরাট কোহলি করেছেন ৪২ রান।
৮ ম্যাচে পাঞ্জাবের এটি সপ্তম পরাজয়। ১টি জয় থেকে ২ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার সবার নিচের দল তারা। আর বেঙ্গালুরুর এটা পঞ্চম জয়। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু।
No comments