‘ইতিহাসের সবচেয়ে দামি ১০০ মিটার’
আয়োজকেরা এটিকে বলছেন, ‘অ্যাথলেটিকসের ইতিহাসে সবচেয়ে দামি ১০০ মিটার দৌড়’। বলতেই পারেন। যে ১০০ মিটারে উসাইন বোল্ট, আসাফা পাওয়েল ও টাইসন গে নামে তিন প্রতিদ্বন্দ্বী আছেন, সেটির তো এমন মর্যাদা পাওয়ারই কথা। তিন গতিদানবের বহু প্রতীক্ষিত এই লড়াইটা হবে আগামী ২৭ আগস্ট, ব্রাসেলসে।
১০০ ও ২০০ মিটারের বর্তমান বিশ্ব রেকর্ড উসাইন বোল্টের। ২০০ মিটারে বোল্ট প্রায় অপ্রতিদ্বন্দ্বী হলেও ১০০ মিটারে পাওয়েল ও গে খুব পিছিয়ে নেই। ১০০ মিটার স্প্রিন্টের ইতিহাসে দ্রুততম ১০টি টাইমিংই এই ত্রিমূর্তির দখলে। এই মিটের অন্যতম আয়োজক উইলফ্রাইড মির্ট যা বলছেন, সেটি তাই সবারই মনের কথা, ‘আবহাওয়া যদি ভালো থাকে, আমরা বিশ্বমানের কিছু পারফরম্যান্স দেখার আশা করতে পারি।’
ব্রাসেলসের মিটটি হবে নতুন প্রবর্তিত ডায়মন্ড লিগ সিরিজের শেষ পর্ব। ইন্টারন্যাশনাল অ্যামেচার অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ) ১৪ পর্বের এই ডায়মন্ড লিগ শুরু করছে এত দিন ধরে আয়োজিত ছয় পর্বের গোল্ডেন লিগের পরিবর্তে। উদ্দেশ্য, অ্যাথলেটিকসের আবেদন পুরো বিশ্বে আরও ছড়িয়ে দেওয়া। এই প্রথম ইউরোপের বাইরেও হচ্ছে প্রতিযোগিতা। ১৪ মে প্রথম মিটটিই হবে কাতারের দোহায়।
১০০ ও ২০০ মিটারের বর্তমান বিশ্ব রেকর্ড উসাইন বোল্টের। ২০০ মিটারে বোল্ট প্রায় অপ্রতিদ্বন্দ্বী হলেও ১০০ মিটারে পাওয়েল ও গে খুব পিছিয়ে নেই। ১০০ মিটার স্প্রিন্টের ইতিহাসে দ্রুততম ১০টি টাইমিংই এই ত্রিমূর্তির দখলে। এই মিটের অন্যতম আয়োজক উইলফ্রাইড মির্ট যা বলছেন, সেটি তাই সবারই মনের কথা, ‘আবহাওয়া যদি ভালো থাকে, আমরা বিশ্বমানের কিছু পারফরম্যান্স দেখার আশা করতে পারি।’
ব্রাসেলসের মিটটি হবে নতুন প্রবর্তিত ডায়মন্ড লিগ সিরিজের শেষ পর্ব। ইন্টারন্যাশনাল অ্যামেচার অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ) ১৪ পর্বের এই ডায়মন্ড লিগ শুরু করছে এত দিন ধরে আয়োজিত ছয় পর্বের গোল্ডেন লিগের পরিবর্তে। উদ্দেশ্য, অ্যাথলেটিকসের আবেদন পুরো বিশ্বে আরও ছড়িয়ে দেওয়া। এই প্রথম ইউরোপের বাইরেও হচ্ছে প্রতিযোগিতা। ১৪ মে প্রথম মিটটিই হবে কাতারের দোহায়।
No comments