অবশেষে রেলের চাকরি হারালেন পরেশ বড়ুয়া!
ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সামরিক বাহিনীর প্রধান পরেশ বড়ুয়া দীর্ঘ ৩২ বছর পর তাঁর রেলের চাকরি হারালেন।
পরেশ বড়ুয়া একসময় একজন নামী খেলোয়াড় ছিলেন। আর ওই খেলাধুলার সুবাদে তিনি ২১ বছর বয়সে ১৯৭৮ সালে উত্তর-পূর্ব রেলে বিশেষ কোটায় একটি চাকরি পেয়েছিলেন আসামের তিনসুকিয়া রেলস্টেশনে। রেলের হয়ে তখন তিনি ফুটবলও খেলতেন। এখন আর তিনি ফুটবল খেলেন না। এখন তিনি উলফার সামরিক বাহিনীর প্রধান। অথচ তাঁর নাম রয়ে গেছে উত্তর-পূর্ব রেলের চাকরির খাতায়।
তিন দশক ধরে তিনি রেলের চাকরিতে গরহাজির। বেতনের খাতাও শূন্য। কিন্তু চাকরিটা এখনো আছে। মূলত ১৯৮০ সালে তিনি ওই চাকরি ফেলে যোগ দিয়েছিলেন সংগঠনের কাজে। সরকারি চাকরি বলে চাকরির খাতা থেকে কেউ নাম কাটেননি। এ খবর সংবাদপত্রে প্রকাশ পাওয়ার পর রেল কর্তৃপক্ষ সজাগ হয়। তারপর চাকরির তালিকা থেকে পরেশ বড়ুয়ার নাম বাদ দেওয়া হয়।
পরেশ বড়ুয়া একসময় একজন নামী খেলোয়াড় ছিলেন। আর ওই খেলাধুলার সুবাদে তিনি ২১ বছর বয়সে ১৯৭৮ সালে উত্তর-পূর্ব রেলে বিশেষ কোটায় একটি চাকরি পেয়েছিলেন আসামের তিনসুকিয়া রেলস্টেশনে। রেলের হয়ে তখন তিনি ফুটবলও খেলতেন। এখন আর তিনি ফুটবল খেলেন না। এখন তিনি উলফার সামরিক বাহিনীর প্রধান। অথচ তাঁর নাম রয়ে গেছে উত্তর-পূর্ব রেলের চাকরির খাতায়।
তিন দশক ধরে তিনি রেলের চাকরিতে গরহাজির। বেতনের খাতাও শূন্য। কিন্তু চাকরিটা এখনো আছে। মূলত ১৯৮০ সালে তিনি ওই চাকরি ফেলে যোগ দিয়েছিলেন সংগঠনের কাজে। সরকারি চাকরি বলে চাকরির খাতা থেকে কেউ নাম কাটেননি। এ খবর সংবাদপত্রে প্রকাশ পাওয়ার পর রেল কর্তৃপক্ষ সজাগ হয়। তারপর চাকরির তালিকা থেকে পরেশ বড়ুয়ার নাম বাদ দেওয়া হয়।
No comments