হকি খেলোয়াড়দের বিদ্রোহ ভারতে
তাঁদের এখন থাকার কথা ছিল হকি ক্যাম্পে। কিন্তু ক্যাম্প ছেড়ে নিজেদের দাবি-দাওয়া আদায়ে আন্দোলন শুরু করেছেন ভারতের হকি খেলোয়াড়েরা। আগামী ২৮ ফেব্রুয়ারি দিল্লিতে শুরু হবে বিশ্বকাপ হকি। কিন্তু এর আগে খেলোয়াড়েরা পাওনা বেতনের দাবিতে হকি ক্যাম্প বর্জন করে বিপাকে ফেলে দিয়েছে হকি ফেডারেশনকে।
ভারত হকি দলের অধিনায়ক রাজপাল সিং জানিয়েছেন, ‘আমরা আমাদের পাওনা টাকা না পাওয়া পর্যন্ত হকি ক্যাম্প বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। খেলোয়াড়েরা একসঙ্গে বসে এই সিদ্ধান্ত নিয়েছি। এর আগে আমরা প্রতিটি টুর্নামেন্টের পরপরই সব টাকা পেয়ে যেতাম। কিন্তু এখন আর সেটি হচ্ছে না। এই বিষয়গুলো আমরা বেশ কয়েকবার হকি ফেডারেশনকে জানিয়েছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পুরো পাওনা পাওয়ার পরই ক্যাম্পে রিপোর্ট করব।’
তবে হকি ফেডারেশনের পক্ষ থেকে সভাপতি এ কে মাত্তু খেলোয়াড়দের আশ্বস্ত করেছেন, সাত দিনের মধ্যেই তাঁদের সব পাওনা মিটিয়ে দেওয়া হবে।
ভারত হকি দলের অধিনায়ক রাজপাল সিং জানিয়েছেন, ‘আমরা আমাদের পাওনা টাকা না পাওয়া পর্যন্ত হকি ক্যাম্প বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। খেলোয়াড়েরা একসঙ্গে বসে এই সিদ্ধান্ত নিয়েছি। এর আগে আমরা প্রতিটি টুর্নামেন্টের পরপরই সব টাকা পেয়ে যেতাম। কিন্তু এখন আর সেটি হচ্ছে না। এই বিষয়গুলো আমরা বেশ কয়েকবার হকি ফেডারেশনকে জানিয়েছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পুরো পাওনা পাওয়ার পরই ক্যাম্পে রিপোর্ট করব।’
তবে হকি ফেডারেশনের পক্ষ থেকে সভাপতি এ কে মাত্তু খেলোয়াড়দের আশ্বস্ত করেছেন, সাত দিনের মধ্যেই তাঁদের সব পাওনা মিটিয়ে দেওয়া হবে।
No comments