ফিলিপাইনে আগ্নেয়গিরির আশপাশের এলাকায় সতর্কতা জারি
ফিলিপাইনে একটি আগ্নেয়গিরির আশপাশের এলাকার কয়েক হাজার গ্রামবাসীকে অন্যত্র সরে যেতে সতর্কবার্তা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার কর্মকর্তারা জানান, মাউন্ট মায়োন আগ্নেয়গিরি এলাকা থেকে গ্রামবাসী নিজে থেকে সরে না গেলে জোর করে তাদের সরিয়ে নেওয়া হবে ।
অ্যালবেই প্রদেশের গভর্নর জোয়ে স্যালসেদা বলেন, ‘যে বাসিন্দারা বাড়ি ছাড়তে চাইবে না, তাদেরও সরিয়ে আনব আমরা।’ তিনি জানান, বিপত্সীমানার আট কিলোমিটার এলাকার মধ্যে আরও কমপক্ষে এক হাজার ৩০০টি পরিবার অবস্থান করছে। প্রায় আট হাজার ৬০০টি পরিবারকে বিপজ্জনক এলাকার বাইরে সরকারি আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে।
অ্যালবেই প্রদেশের গভর্নর জোয়ে স্যালসেদা বলেন, ‘যে বাসিন্দারা বাড়ি ছাড়তে চাইবে না, তাদেরও সরিয়ে আনব আমরা।’ তিনি জানান, বিপত্সীমানার আট কিলোমিটার এলাকার মধ্যে আরও কমপক্ষে এক হাজার ৩০০টি পরিবার অবস্থান করছে। প্রায় আট হাজার ৬০০টি পরিবারকে বিপজ্জনক এলাকার বাইরে সরকারি আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে।
No comments