কুয়াশা ফুঁড়ে বড় জয় কলাবাগানের
প্রথম পর্বে ৯ ম্যাচ খেলে রান করেছিলেন মাত্র ১৬৯, ফিফটি ছিল না একটাও। সেই রকিবুল হাসান সুপার লিগের প্রথম ম্যাচেই দেখা পেলেন বড় ইনিংসের। কাল রকিবুলের ৮৩ আর অধিনায়ক জাভেদ ওমরের ৭০ রানের সৌজন্যেই সিসিএসের বিপক্ষে ৮৪ রানের বড় জয় পেয়েছে কলাবাগান। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে কলাবাগান।
কালই শুরু রেলিগেশন লিগের প্রথম ম্যাচে পারটেক্সকে ৭ উইকেটে হারিয়েছে সূর্যতরুণ। কুয়াশার কারণে দেরিতে খেলা শুরু হওয়ায় দৈর্ঘ্য কমে এসেছিল দুই ম্যাচেরই।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কলাবাগানের ওপেনিং জুটির ব্যাটিং মানেই ছিলেন নাজমুস সাদাত। রকিবুলের সঙ্গে এই জুটিতে আসা ৩৯ রানের মধ্যে তারই ছিল ৩৫! তবে নাজমুস সাদাতের মাত্র ১৮ বলের ইনিংসটিরই পর পুরোটাই হয়ে গেল রকিবুল-জাভেদ ‘শো’। ৭১ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে জাহিদ বিদায় নেওয়ার পর তৃতীয় উইকেটে দুজনে মিলে যোগ করেন ১১৮ রান। প্রিমিয়ার লিগে নিজের প্রথম ফিফটির ইনিংসটা রকিবুল খেলেছেন ৭৪ বলে। জবাবে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে ১৭২ রান পর্যন্ত যেতে পারে সিসিএস।
রেলিগেশন লিগে বিকেএসপির ৩৪ ওভারের ম্যাচে ইমতিয়াজ (৬৪*)-জুনায়েদের (৪৮) ১০৪ রানের ওপেনিং জুটিতে সূর্যতরুণ পারটেক্সের ১৪৭ রান টপকে গেছে ৩ উইকেট হারিয়েই।
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান: ৪০ ওভারে ২৫৬/৬ (রকিবুল ৮৩, জাভেদ ৭০, নাজমুস ৩৫, আরিফুল ২৬; তাপস ৩/৪৯, সিরাজুল্লাহ ১/৮, আশরাফুল ১/৪১, রাসেল ১/৬৮)। সিসিএস: ৪০ ওভারে ১৭২/৯ (নাজমুল ৬১, তাপস ৪৫, উত্তম ২৬; জাহিদ ৩/৫, ফরিদ ২/৩০, শাফাক ২/৩২, এনামুল জুনিয়র ১/২০)। ফল: কলাবাগান ৮৪ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রকিবুল।
পারটেক্স: ৩৪ ওভারে ১৪৭/৮ (মেহরাব ৮০, রেজাউল ৩৯; মাহবুবুল ৪/৩৬, মঞ্জুরুল ২/২৯, সানজামুল ২/৩৩)। সূর্যতরুণ: ২৯.২ ওভারে ১৫১/৩ (ইমতিয়াজ ৬৪*, জুনায়েদ ৪৮; রেজাউল ২/২৬, ফারুক ১/১৩)। ফল: সূর্যতরুণ ৭ উইকেটে জয়ী।
কালই শুরু রেলিগেশন লিগের প্রথম ম্যাচে পারটেক্সকে ৭ উইকেটে হারিয়েছে সূর্যতরুণ। কুয়াশার কারণে দেরিতে খেলা শুরু হওয়ায় দৈর্ঘ্য কমে এসেছিল দুই ম্যাচেরই।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কলাবাগানের ওপেনিং জুটির ব্যাটিং মানেই ছিলেন নাজমুস সাদাত। রকিবুলের সঙ্গে এই জুটিতে আসা ৩৯ রানের মধ্যে তারই ছিল ৩৫! তবে নাজমুস সাদাতের মাত্র ১৮ বলের ইনিংসটিরই পর পুরোটাই হয়ে গেল রকিবুল-জাভেদ ‘শো’। ৭১ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে জাহিদ বিদায় নেওয়ার পর তৃতীয় উইকেটে দুজনে মিলে যোগ করেন ১১৮ রান। প্রিমিয়ার লিগে নিজের প্রথম ফিফটির ইনিংসটা রকিবুল খেলেছেন ৭৪ বলে। জবাবে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে ১৭২ রান পর্যন্ত যেতে পারে সিসিএস।
রেলিগেশন লিগে বিকেএসপির ৩৪ ওভারের ম্যাচে ইমতিয়াজ (৬৪*)-জুনায়েদের (৪৮) ১০৪ রানের ওপেনিং জুটিতে সূর্যতরুণ পারটেক্সের ১৪৭ রান টপকে গেছে ৩ উইকেট হারিয়েই।
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান: ৪০ ওভারে ২৫৬/৬ (রকিবুল ৮৩, জাভেদ ৭০, নাজমুস ৩৫, আরিফুল ২৬; তাপস ৩/৪৯, সিরাজুল্লাহ ১/৮, আশরাফুল ১/৪১, রাসেল ১/৬৮)। সিসিএস: ৪০ ওভারে ১৭২/৯ (নাজমুল ৬১, তাপস ৪৫, উত্তম ২৬; জাহিদ ৩/৫, ফরিদ ২/৩০, শাফাক ২/৩২, এনামুল জুনিয়র ১/২০)। ফল: কলাবাগান ৮৪ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রকিবুল।
পারটেক্স: ৩৪ ওভারে ১৪৭/৮ (মেহরাব ৮০, রেজাউল ৩৯; মাহবুবুল ৪/৩৬, মঞ্জুরুল ২/২৯, সানজামুল ২/৩৩)। সূর্যতরুণ: ২৯.২ ওভারে ১৫১/৩ (ইমতিয়াজ ৬৪*, জুনায়েদ ৪৮; রেজাউল ২/২৬, ফারুক ১/১৩)। ফল: সূর্যতরুণ ৭ উইকেটে জয়ী।
No comments