দুলালকে বাঁচান -সাহায্যের আবেদন
কুমিল্লার বরুড়া উপজেলার পোম্বাইশ গ্রামের দিনমজুর দুলাল মিয়ার হূদপিণ্ডের একটি ভাল্ব গত তিন বছর ধরে নষ্ট। মরহুম বাবা জব্বার আলীর দেওয়া শেষ সম্বলটুকুও ইতিমধ্যে তাঁর চিকিত্সায় ব্যয় হয়েছে। সহায়তা করেছে গ্রামের লোকজনও। ঢাকার জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের চিকিত্সকেরা জানিয়েছেন, শিগগিরই দুলালের অস্ত্রোপচার করে ভাল্ব প্রতিস্থাপন করতে হবে। এতে প্রায় চার লাখ টাকা প্রয়োজন। কিন্তু দুলালের স্ত্রী ও তিন সন্তানের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এই অবস্থায় চাচা ছালামত উল্লাহ দুলালকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ছালামত উল্লাহ, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৭৭৩, সোনালী ব্যাংক, আড্ডা বাজার শাখা, বরুড়া, কুমিল্লা।
No comments