টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় পিতা ও শিশুকন্যাসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার হরিপুর গ্রামের নুরুল ইসলাম (৪০), তাঁর শিশুকন্যা ইকরা (৬) ও প্রাইভেট কারের চালক ঢাকার দক্ষিণ গেন্ডারিয়ার শরিফুল ইসলাম (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহাসড়কের ওই স্থানে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে টাঙ্গাইলের ধনবাড়িগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারটি দুুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক মারা যান। প্রাইভেট কারের আরোহী চার যাত্রী আহত হন। তাঁদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক নুরুল ইসলাম ও ইকরাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার হরিপুর গ্রামের নুরুল ইসলাম (৪০), তাঁর শিশুকন্যা ইকরা (৬) ও প্রাইভেট কারের চালক ঢাকার দক্ষিণ গেন্ডারিয়ার শরিফুল ইসলাম (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহাসড়কের ওই স্থানে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে টাঙ্গাইলের ধনবাড়িগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারটি দুুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক মারা যান। প্রাইভেট কারের আরোহী চার যাত্রী আহত হন। তাঁদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক নুরুল ইসলাম ও ইকরাকে মৃত ঘোষণা করেন।
No comments