উষ্ণতম বছর হবে ২০১০ সাল!
১৬০ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ বছরটি হতে পারে ২০১০ সাল। মানুষের কারণে সৃষ্ট জলবায়ুর পরিবর্তনই এ জন্য দায়ী। ব্রিটিশ আবহাওয়া দপ্তর এ কথা জানিয়েছে। খবর পিটিআইয়ের।
ব্রিটিশ আবহাওয়া দপ্তর আরও জানায়, ২০১০ সালের উষ্ণতা বৃদ্ধির পেছনে স্বাভাবিক আবহাওয়ার প্রকৃতির অবদান থাকবে সামান্যই। ১৯৯৮ সালে এল নিনোর প্রভাবে উষ্ণতা বৃদ্ধির ঘটনা ঘটেছিল। কিন্তু প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এল নিনোর প্রভাবে তখন যে উষ্ণতা বৃদ্ধি ঘটেছিল আগামী বছরের (২০১০ সাল) উষ্ণতা বৃদ্ধির মাত্রা হবে তার চেয়েও কম।
দ্য লন্ডন টাইমস এর প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে ১৯৬১ থেকে ১৯৯০ সালের মধ্যকার বৈশ্বিক গড় তাপমাত্রার চেয়ে আগামী বছর তাপমাত্রা প্রায় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি হবে। আর বার্ষিক গড় তাপমাত্রা হবে ১৪ দশমিক ৫৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের সমর্থনে পরিবেশবাদী গ্রিনপিস সংগঠনের বিশেষজ্ঞ বেন স্টুয়ার্ট বলেন, বাস্তবতা হলো এ বিশ্ব দিন দিন আরও উষ্ণ হয়ে উঠছে। আর মানুষই এটার জন্য দায়ী।
ব্রিটিশ আবহাওয়া দপ্তর আরও জানায়, ২০১০ সালের উষ্ণতা বৃদ্ধির পেছনে স্বাভাবিক আবহাওয়ার প্রকৃতির অবদান থাকবে সামান্যই। ১৯৯৮ সালে এল নিনোর প্রভাবে উষ্ণতা বৃদ্ধির ঘটনা ঘটেছিল। কিন্তু প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এল নিনোর প্রভাবে তখন যে উষ্ণতা বৃদ্ধি ঘটেছিল আগামী বছরের (২০১০ সাল) উষ্ণতা বৃদ্ধির মাত্রা হবে তার চেয়েও কম।
দ্য লন্ডন টাইমস এর প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে ১৯৬১ থেকে ১৯৯০ সালের মধ্যকার বৈশ্বিক গড় তাপমাত্রার চেয়ে আগামী বছর তাপমাত্রা প্রায় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি হবে। আর বার্ষিক গড় তাপমাত্রা হবে ১৪ দশমিক ৫৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের সমর্থনে পরিবেশবাদী গ্রিনপিস সংগঠনের বিশেষজ্ঞ বেন স্টুয়ার্ট বলেন, বাস্তবতা হলো এ বিশ্ব দিন দিন আরও উষ্ণ হয়ে উঠছে। আর মানুষই এটার জন্য দায়ী।
No comments