টাকা না দিলেই গায়ে সাপ ছেড়ে দেওয়ার হুঁমকি
হাতের মুঠোয় একটি গোখরা সাপ নিয়ে ট্রেনে উঠা যাত্রীদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে আদায় করতে থাকেন টাকা। সম্প্রতি এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, ট্রেন ঘুরে ঘুরে সাপের ভয় দেখিয়ে জোর করে টাকা হাতিয়ে নিচ্ছে এক ব্যক্তি।
ট্র্যাভেল উইথ বোন নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিওটি পোস্ট করা হয়। যা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নজর কাড়ে নেটিজেনদের। পোস্ট করার এক দিনের মধ্যেই দশ লাখ ভিউ হয়। জানা গেছে, উত্তর ভারতগামী কোনো এক ট্রেনে ঘটে এমন ঘটনা।
কেরালার বাসিন্দা অশ্বিন নামের এক ভ্লগার ট্রেনের এক সাধারণ কোচে তার ভ্রমণের অদ্ভূত ঘটনার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, সেখানে এক জন ব্যক্তিকে খালি হাতেই দুটি বিষধর সাপ নিয়ে উঠতে দেখেছেন। তিনি সাপ দুটি নিয়ে যাত্রীদের ভয় দেখাচ্ছেন এবং টাকা বের করার জন্য জোরাজুরি করছেন। টাকা না পেলে বিষাক্ত গোখরা গায়ে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে ভিডিওতে দাবি করেছেন তিনি। ট্রেনের মধ্যে শুয়ে থাকা যাত্রীদের শরীরের কাছে সাপ দু'টি নিয়ে ভয় দেখাচ্ছেন ওই ব্যক্তি। যাকে দেখে প্রথমে বেদে সম্প্রদায়ের বলে ভুল করেন অশ্বিন। পরে তিনি জানতে পারেন সাপ দেখিয়ে ভয় দেখানো ওই ব্যক্তি স্থানীয় বাসিন্দা।
সাপগুলি সত্যিই বিষাক্ত ছিল কিনা তা নিয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। এই ঘটনা দেখে বিস্মিত হয়েছেন অনেকে। গণপরিবহণে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা কীভাবে ঘটছে তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।
ট্রেনে বিষধর সাপ দেখাচ্ছেন যাত্রীদের কাছে টাকা দাবি করা ব্যক্তি। ছবি : সংগৃহীত |
No comments