চুরি করলেন আলিয়া ভাট!
গত
১২ আগস্ট মুক্তি পেয়েছে আলিয়া ভাটের আইটেম নাম্বার ‘প্রাডা’। এরই মধ্যে
ইউটিউবে ২১ মিলিয়নের বেশি ভিউ হয়েছে গানটির। মিউজিক ভিডিওতে নেচেছেন আলিয়া
ভাট। আর এই গান নিয়েই শুরু হয়েছে যতো সমস্যা। মেহবিশ হায়াত নামের এক
পাকিস্তানি অভিনেত্রীর দাবি, এই গানটি পাকিস্তান থেকে চুরি করা হয়েছে। তিনি
এক টুইট বার্তায় জনান, খুব অবাক লাগে বলিউড প্রতি মুহূর্তে পাকিস্তানকে
ছোট করে অথচ সেই বলিউডই আবার পাকিস্তানের গান থেকে চুরি করে। অবশ্য এ
ক্ষেত্রে কপিরাইট লঙ্ঘন করা হয়েছে। নব্বই দশকে প্রকাশিত ব্যান্ডদল ‘ভাইটাল
সাইনস’-এর ‘গোরে রাং কা জামানা’র সুর নকল করা হয়েছে ‘প্রাডা’ গানে।
‘গোরে রাং কা জামানা’ লিখেছেন শোয়েব মনসুর। ‘ভাইটাল সাইনস ভলিয়ুম ওয়ান’ অ্যালবামে গানটি প্রকাশ করা হয়েছিল বলে জানানো হয় পাকিস্তানের সংবাদমাধ্যম ট্রিবিউন ডটকমে।
‘গোরে রাং কা জামানা’ লিখেছেন শোয়েব মনসুর। ‘ভাইটাল সাইনস ভলিয়ুম ওয়ান’ অ্যালবামে গানটি প্রকাশ করা হয়েছিল বলে জানানো হয় পাকিস্তানের সংবাদমাধ্যম ট্রিবিউন ডটকমে।
No comments