মরুভূমিতে ১২০০ বছর আগের মসজিদ আবিষ্কার
ইসরায়েলের
নেগেভ মরুভূমিতে প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করলেন ১২০০ বছর আগে গড়ে তোলা
একটি মসজিদের ধ্বংসাবশেষ। বিশ্বের প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে এটি অন্যতম।
![]() |
ইসরায়েলের নেগেভ মরুভূমির রাহাত শহরে মসজিদটি আবিষ্কৃত হয়েছে |
বেদুঈনদের
শহর রাহাতে মসজিদটি পাওয়া যায়। ইসরায়েল সরকারের পুরাকীর্তি বিভাগ জানায়,
সেখানে ভবনের নির্মাণকাজের সময় মাটি খুঁড়ে এর অস্তিত্ব মিলেছে।
![]() |
ভবনের নির্মাণকাজ চলাকালে মসজিদটির অস্তিত্ব মিলেছে |
ধারণা
করা হচ্ছে, সপ্তম কিংবা অষ্টম শতকে ইসরায়েলে ইসলামের আগমনের পর দেশটিতে
প্রথম যেসব মসজিদ স্থাপিত হয়েছিল, সেগুলোর মধ্যে এটি অন্যতম।
খনন কাজের পরিচালক জন সেলিগম্যান ও শাহার জুরের মন্তব্য, বিশ্বের যেকোনও দেশের প্রেক্ষাপটে এই মসজিদ বিরল এক আবিষ্কার।
খনন কাজের পরিচালক জন সেলিগম্যান ও শাহার জুরের মন্তব্য, বিশ্বের যেকোনও দেশের প্রেক্ষাপটে এই মসজিদ বিরল এক আবিষ্কার।
![]() |
মাটি খুঁড়ে পাওয়া মসজিদে নামাজ পড়ছেন স্থানীয়রা |
গবেষকদের বিশ্বাস, স্থানীয় কৃষিজীবী মানুষ মসজিদটিতে ইবাদত করতেন। এখন স্থানীয়রা সেখানে নামাজ আদায় করেন।
এ মসজিদের উপরিভাগ ছিল খোলা। এর আকৃতি আয়তক্ষেত্রাকার। এতে একটি অর্ধবৃত্তাকার কুলুঙ্গি ছিল। এগুলো দেখে অনুমান করা হয়, একহাজারেরও বেশি বছর আগে এটি নামাজের জন্য ব্যবহার হতো।
>>>সূত্র: বিবিসি
এ মসজিদের উপরিভাগ ছিল খোলা। এর আকৃতি আয়তক্ষেত্রাকার। এতে একটি অর্ধবৃত্তাকার কুলুঙ্গি ছিল। এগুলো দেখে অনুমান করা হয়, একহাজারেরও বেশি বছর আগে এটি নামাজের জন্য ব্যবহার হতো।
>>>সূত্র: বিবিসি
No comments