পাথুরে গুহায় দুর্বিষহ চার দিন!
গুহার মধ্যে বাদুড়ের বিষ্ঠা সংগ্রহ করতে গিয়ে দুই শিলাখণ্ডের মাঝে আটকে
পড়েন এক যুবক। খাবার ও পানি ছাড়া দুর্বিষহ সময় কাটে তাঁর। শেষ পর্যন্ত চার
দিন পর স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় তাঁকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কম্বোডিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে পার্বত্য এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার করা ওই
যুবকের নাম সুম বোরা (২৮)।
দুই শিলাখণ্ডের মাঝখানে আটকে পড়েছেন এক যুবক। ছবি: বিবিসির সৌজন্যে |
স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত রোববার গর্তে
পড়ে যাওয়া টর্চ লাইট উদ্ধার করতে গিয়ে পিছলে পড়ে দুই পাথরের মাঝখানে আটকা
পড়েন সুম বোরা। অনেক চেষ্টা করেও তা থেকে আর বের হতে পারেননি তিনি। এ দিকে
পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিস পাচ্ছিল না। এরই মধ্যে তাঁর
এক বন্ধু স্থানীয় চকরাই পর্বতে সুমকে আটকে থাকতে দেখেন। এরপর জানাজানি হলে
রাষ্ট্রীয় উদ্যোগে ১০ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সুমকে জীবিত উদ্ধার করা
হয়েছে। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। প্রায় দুই শ উদ্ধার কর্মী এই
অভিযানে অংশ নেন।
এ দিকে তাঁর আটকে থাকার খবর দেশটির সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর ব্যাপক
আলোড়ন সৃষ্টি হয়। বিষয়টিতে হস্তক্ষেপ করেন স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী হান
সেন। তিনি দেশের সবচেয়ে দক্ষ উদ্ধারকারী দলকে অভিযানে যেতে নির্দেশ দেন।
সেই নির্দেশ অনুযায়ী উদ্ধারকারীরা ঘটনাস্থলে যান। দুই শিলাখণ্ডের মাঝখানে
সুম বোরা এমন কঠিন ফাঁদে আটকে ছিলেন যে প্রাথমিকভাবে তাঁকে উদ্ধার করা
যায়নি। পরে উদ্ধার কার্যক্রমে হেলিকপ্টারের সহযোগিতা নেওয়া হয়। অবশেষে পাথর
কেটে তাঁকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
দেশটির পুলিশ প্রধান সারেথ ভিথ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, এ ধরনের দুর্ঘটনা ঠেকাতে আপাতত চকরাই পর্বতে আরোহণ নিষিদ্ধ করা হয়েছে।
No comments