বিবিসি’র অনুপ্রেরণাদায়ী একশ’ নারীর তালিকায় উঠেছে বাংলাদেশের হৃদয় সরকারের মা সীমা সরকারের নাম। সোমবার এক প্রতিবেদনে বিবিসি ২০১৮ সালের সব থেকে অনুপ্রেরণাদায়ী শত নারীর তালিকা প্রকাশ করেছে। সেরিব্রাল পালসিতে আক্রান্ত সন্তান হৃদয়কে কোলে চড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে নিয়ে যান সীমা সরকার। তখনকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়। প্রতিবেদনে সীমা সরকার সম্পর্কে বিবিসি লিখেছে, সীমা সরকার বাংলাদেশের ৪৪ বছরের একজন মা। তিনি তার ১৮ বছরের নিষ্ক্রিয় সন্তানকে কোলে করে পরীক্ষায় অংশগ্রহণ করাতে নিয়ে এসেছেন এবং সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সীমা সরকারের বাড়ি নেত্রকোনা জেলায়। তার সন্তান হৃদয় সরকারের নিজের পায়ে চলার শক্তি নেই। জন্ম থেকেই সেরিব্রাল পালসিতে আক্রান্ত হয়ে হাঁটার ক্ষমতা হারায় হৃদয়। মা সীমা সরকার ছেলেকে হুইলচেয়ার কিনে দেননি। ছেলেকে বলেছিলেন, তার যতদিন শক্তি আছে, ততদিন সবখানে তাকে কোলে করেই নিয়ে যাবেন। অসাধারণ মাতৃত্বের প্রতীক সীমা বিবিসির শত নারীর তালিকায় ৮১তম স্থানে রয়েছেন। তালিকায় প্রথম স্থানে রয়েছেন, নাইজেরিয়ার একজন সামাজিক উদ্যোক্তা আবসোয়ে আজায়ি-আকিনফোলারিন। |
No comments