পুলিশ টহলের মধ্যেই ছিনতাই: ভয়ঙ্কর হয়ে উঠছে রাতের বগুড়া by প্রতীক ওমর
বগুড়ায়
সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। ছিনতাই এবং বিশেষ
বাহিনীর সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। পুলিশ টহলের মধ্যেই নিয়মিত ছিনতাইয়ের
শিকার হচ্ছে সাধারণ মানুষ। বেড়েছে খুনের ঘটনাও। প্রতিদিন কোথাও না কোথাও
ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে ভয়ঙ্কর হয়ে উঠছে রাতের বগুড়া। রাত
নয়টার পর থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এদিকে
পুলিশ বলছে, ওই সব এলাকায় টহল পুলিশ দেয়া আছে। সোমবার রাতেও সদরের ধরমপুরে
ছিনতাইকারীর হাতে সাইদুর রহমান (৩৫) নামে এক অটোরিকশাচালক খুন হয়েছে।
ছিনতাইকারীরা তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়। পুলিশ মঙ্গলবার সকালে
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ
হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অপর আরেক ঘটনায় কাহালু উপজেলার জামগ্রাম
তিলচপাড়ায় ছোট ভাই প্রকাশ্যে ছুরিকাঘাত করে বড় ভাই আলতাফ হোসেন (৬০)কে
হত্যা করেছে। এসব ঘটনায় সাধারণ মানুষ অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
সম্প্রতি কয়েকটি বড় ঘটনার পর থেকে বগুড়ার মানুষ পুলিশের ওপর আস্থা হারাতে
বসেছে। এসব সন্ত্রাসী কার্যক্রম, ছিনতাই বন্ধে, চুরি বন্ধে পুলিশ কোনোভাবেই
পেরে উঠতে পারছে না। সাধারণ মানুষ বলছে পুলিশ অনেকদিন ধরেই শহরের চিহ্নিত
সন্ত্রাসী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীদের সঙ্গে অনেকটা মিলেমিশেই চলে আসছে।
এতে সন্ত্রাসীরা পুলিশকে আর কোনোভাবেই তোয়াক্কা করছে না। ফলে সন্ত্রাসীদের
হাত থেকে পুলিশ সদস্যরাও পার পাচ্ছে না। তাদের স্বার্থের ব্যাঘাত ঘটলে
পুলিশও তাদের হাতে মার খাচ্ছে। পুলিশ সন্ত্রাসী হামলার শিকার: মার্চের ২৮
তারিখে পুলিশের এএসআই মাহবুবুল আলম এবং ডিএসবি’র কনস্টেবল মোস্তাকিম
হোসেনকে বেধড়ক পিটিয়ে আহত করেছে যুবলীগ নেতা আলহাজ শেখ বাহিনী। ওই সময়
পুলিশের কাছে থাকা ২৭০০ টাকা ছিনতাই করেছে তারা। ঘটনায় আলহাজ বাহিনীর
প্রধান আলহাজ শেখসহ ৫ জনকে পুলিশ আটক করলেও মূল আসামিকে থানা থেকে ছেড়ে
দিয়েছে পুলিশ। অন্য ৪ জনকে আটক দেখিয়েছে। এঘটনায় বুধবার রাতে বগুড়া সদর
থানায় মামলা হয়েছে। মামলায় যাদের নাম উল্লেখ আছে তারা হলো- শাজাহানপুর
উপজেলার পদ্মগাড়ী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে স্বপন মিয়া, বগুড়া সদরের
নাটাইপাড়া বউবাজার এলাকার ওয়াহেদ আলীর ছেলে মাহিদুল হাসান (১৯), সদরের
সূত্রাপুরের শেখ শাহ আলমের ছেলে শরিফুল ইসলাম (২৮), একই এলাকার আজিজার
রহমানের ছেলে মমিনুল ইসলাম (২৫)। পোস্ট অফিসে ডাকাতি: ১১ই মার্চ রোববার
দুপুরে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা পোস্ট অফিসে ডাকাতির ঘটনা ঘটে। ওই দিন
দুপুর দেড়টার দিকে দুই ডাকাত উপজেলা পোস্ট অফিসে যায়। তারা পোস্টমাস্টার
জাহানুর ইসলামকে থানার লোক পরিচয় দিয়ে ওসি সাহেব থানায় ডেকেছেন বলে জানায়।
ছিনতাইকারীর হাতে সাবেক সেনাসদস্য খুন: ২১শে মার্চ ছিনতাইকারীর ছুরিতে
সাবেক সেনাসদস্য জাহান বক্স (৬০) খুন হয়েছেন। তিনি চকলোকমান কলোনি এলাকার
মোজাম্মেল হোসেনের ছেলে। ওই দিন ভোর সাড়ে ৫টার দিকে শহরের কলোনি এলাকায়
ঘটনাটি ঘটে। এর আগে গত ২৯শে নভেম্বর রাতে বগুড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে
খুন হয়েছিলেন আরেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সার্জেন্ট শফিকুল ইসলাম
(৪৫)। চিকিৎসক সাবিনার ব্যাগ ছিনতাই: ৮ই এপ্রিল শহর থেকে বাসায় ফেরার পথে
চিকিৎসক সাবিনার সূত্রাপুর রোডে প্রকাশ্যে ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে
পালিয়ে যায় ছিনতাইকারীরা। ওই ব্যাগে নগদ টাকা এবং দুইটি স্মার্টফোন ছিল।
সাবিনা বগুড়ার বিশিষ্ট সাংবাদিক জিয়া শাহীনের স্ত্রী। ওই রাতেই শহরের মফিজ
পাগলার মোড় এলাকা থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়। এর আগে ৩রা এপ্রিল শহরের
জামিল নগর এলাকার একটি বাসা থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়। অটোরিকশা
ছিনতাই: ৯ই এপ্রিল সোমবার রাতেও সদরের ধরমপুরে ছিনতাইকারীর হাতে সাইদুর
রহমান (৩৫) নামে এক অটোরিকশাচালক খুন হয়েছে। ছিনতাইকারীরা তাকে হত্যা করে
অটোরিকশাটি নিয়ে যায়। এর আগে মার্চের শেষের দিকে বগুড়ার শাজাহানপুরে ধারালো
অস্ত্রের মুখে জিম্মি করে চালকের হাত-পা ও মুখ বেঁধে গর্তে ফেলে রেখে
ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার গোবিন্দপুর জোড়া
ব্রিজের পূর্ব পাশে পাকুড় গাছের নিচে রাস্তার ওপর এ ঘটনা ঘটে। চালকলে
ডাকাতি: গত রোববার ৮ই এপ্রিল বগুড়ার আদমদীঘির একটি চালকলে ডাকাতি হয়।
ডাকাতরা চালভর্তি ট্রাক নিয়ে যাবার সময় পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে।
এক পর্যায়ে মাসুদ রানা নামের এক ডাকাত আহত হয়ে গ্রেপ্তার হয়েছে। ওই ডাকাতকে
বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন
জানান, পুলিশের ১৭টা টিম রাতে শহরে নিয়মিত টহল দিচ্ছে। প্রত্যেক ফাঁড়ির
পুলিশ ওই টহলে অংশ নিচ্ছে। এতো ঘটনা ঘটার পরেও তিনি বলছেন, আগের চেয়ে
ছিনতাই, চুরি কমেছে।
No comments