হতভাগ্য নবজাতক!
অবশেষে
ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অষ্টগ্রাম উপজেলার পূর্ব
অষ্টগ্রামে আশ্রিত মানসিক ভারসাম্যহীন নারীটি। নাম-ঠিকানাহীন এই নারী
মঙ্গলবার সকালে ফুটফুটে কন্যা সন্তানটির জন্ম দেন। পূর্ব অষ্টগ্রামের
হাইস্কুল সংলগ্ন মালা বেগমের বাড়িতে সকাল সাড়ে ১০টার দিকে সুতীব্র চিৎকারে
নবজাতক শিশুটি জানায় পৃথিবীতে তার আগমনবার্তা। যদিও নিষ্পাপ এই শিশু জানে
না, কে তার বাবা?
স্থানীয়রা জানান, বছর তিনেক আগে অষ্টগ্রামে প্রথম দেখা যায় ৩৬-৩৭ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এই নারীকে। এরপর থেকে পূর্ব অষ্টগ্রাম এলাকাই হয়ে ওঠে তার আশ্রয়স্থল। এ বাড়ি সে বাড়ি, খোলা আকাশের নিচে রাত কাটতো তার। নারীটির মানসিক ভারসাম্যহীনতার সুযোগ নিয়ে উদ্যত হাত বাড়ায় ধর্ষক। এর মাঝেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এই নারী। মানসিক ভারসাম্যহীনতার কারণে এই নারী জানাতে বা বোঝাতে পারেননি, তার অনাগত সন্তানের জন্মদাতার পরিচয়। এ রকম পরিস্থিতিতে মঙ্গলবার সকালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মানসিক ভারসাম্যহীন এই নারীর সন্তান হওয়ার খবরে মালা বেগমের বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী। এরই মধ্যে শিশুটিকে দত্তক নেয়ার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, বছর তিনেক আগে অষ্টগ্রামে প্রথম দেখা যায় ৩৬-৩৭ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এই নারীকে। এরপর থেকে পূর্ব অষ্টগ্রাম এলাকাই হয়ে ওঠে তার আশ্রয়স্থল। এ বাড়ি সে বাড়ি, খোলা আকাশের নিচে রাত কাটতো তার। নারীটির মানসিক ভারসাম্যহীনতার সুযোগ নিয়ে উদ্যত হাত বাড়ায় ধর্ষক। এর মাঝেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এই নারী। মানসিক ভারসাম্যহীনতার কারণে এই নারী জানাতে বা বোঝাতে পারেননি, তার অনাগত সন্তানের জন্মদাতার পরিচয়। এ রকম পরিস্থিতিতে মঙ্গলবার সকালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মানসিক ভারসাম্যহীন এই নারীর সন্তান হওয়ার খবরে মালা বেগমের বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী। এরই মধ্যে শিশুটিকে দত্তক নেয়ার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করেছেন।
No comments