‘স্বৈরাচারী কায়দায় আন্দোলনকারীদের দমনের চেষ্টা করছে সরকার’ -সিলেট বিএনপি
স্বৈরাচারী
কায়দায় সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের দমনের চেষ্টা করছে বলে মন্তব্য
করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি
বলেন-কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক। ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী
ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাড়া সব কোটা বাতিল করা হবে। তিনি গতকাল বিকালে
সিলেটের রেজিস্ট্রারি ময়দানে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে
সিলেট বিভাগীয় বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময়
খন্দকার মোশারফ বলেন- বিএনপি ও খালেদা জিয়াকে নিয়ে সরকারের সকল ষড়যন্ত্র
বোমেরাং হয়েছে। কারাগারে থাকা খালেদা জিয়ার মনোবল আরো বেড়েছে। পাশাপাশি
তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সব পর্যায়ের নেতারা ঐক্যবদ্ধ রয়েছে। তিনি
বলেন, বেগম খালেদা জিয়া কারাগারে থাকলে গণতন্ত্র মুক্তি পাবে না। আর
গণতন্ত্র মুক্তি না পেলে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। গেলো কয়েক
দিনের প্রস্তুতির পর গতকাল সিলেটে এই বিভাগীয় সমাবেশ করলো বিএনপি। সমাবেশে
প্রধান অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার
কথা থাকলেও মায়ের অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারেননি। তবে, দলের স্থায়ী
কমিটির ৫ সদস্য ও দুইজন ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন। দুপুর থেকে খণ্ড
খণ্ড মিছিল শুরু হয় সিলেটে। নগরীর সব এলাকা দলের ওয়ার্ড পর্যায়ের নেতারা
মিছিলসহ এসে পৌঁছেন সমাবেশ স্থলে। একই সঙ্গে মৌলভীবাজার, হবিগঞ্জ,
সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন থানার নেতা-কর্মীরা গাড়িযোগে হাজির হন
সমাবেশে। বিকাল ২টায় সমাবেশ শুরুর আগেই কানায় কানায় ভরে উঠে পুরো
রেজিস্ট্রারি মাঠ। সমাবেশ শুরুর আগে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী,
খন্দকার আব্দুল মুক্তাদির, অ্যাডভোকেট শামসুজ্জামান জামানের বলয়ের নেতারা
মিছিল করেছে। এ ছাড়া জেলা ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক মকসুদ আহমেদের
নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী সমাবেশে যোগ দেয়। সমাবেশে স্থায়ী কমিটির
সদস্য মির্জা আব্বাস বলেন- আপনারা পত্রিকায় ও টিভিতে দেখেছেন গত পরশু দিন
বেগম খালেদা জিয়াকে কেমন হাস্যোজ্জ্বল দেখাচ্ছে। কারাগারের অন্ধকার
প্রকোষ্টে থাকলেও বেগম খালেদা জিয়া একটুও ভয় পাননি। তিনি হাসি দিয়ে দেখিয়ে
দিয়েছেন তার মনোবল কতখানি শক্ত। তিনি বলেন- সরকার জনগণকে ভয় পায়, বিএনপিকে
ভয় পায়, বেগম খালেদা জিয়াকে ভয় পায় বলেই তাদের এত ষড়যন্ত্র। জনগণ আজ জেগে
উঠেছে। সুতরাং আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বলে
সমাবেশে জানান তিনি। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেন- সরকার যতই
ষড়যন্ত্র করছে বিএনপি ততই শক্তিশালী হচ্ছে। এই সরকার বেগম খালেদা জিয়াকে
কারাগারে নিয়েছে। তারা আইনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত হতে দিবে
না। এজন্য আন্দোলনের মাধ্যমেই বেগম জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে হবে।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা বিএনপির
সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান
সেলিমের পরিচালনায় সমাবেশে স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন
খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এনাম আহমদ চৌধুরী, বরকত
উল্লাহ ও মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, ড.
ইনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
ডা. সাখাওয়াত হোসেন জীবন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী,
হবিগঞ্জের মেয়র জিকে গউছ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন
সেলিম, কলিম উদ্দিন মিলন, সাবেক এমপি শাম্মী আক্তার, সাবেক এমপি আলহাজ শফি
আহমদ চৌধুরী, সাবেক এমপি নাসির রহমান, কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক
সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল
কাহের শামীম, চিত্রনায়ক ও জাসাসের কেন্দ্রীয় সেক্রেটারি হেলাল খান, সিলেট
মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য
মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments