নিষেধাজ্ঞায় না দমলে কিমকে ‘ফেইজ টু’ হুমকি ট্রাম্পের
উত্তর
কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টানতে বড় ধরনের
নিষেধাজ্ঞায় কাজ না হলে অন্য পথে হাঁটার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, নিষেধাজ্ঞাও
পিয়ংইয়ংকে না দমালে যুক্তরাষ্ট্র ‘ফেইজ টু’-এর (দ্বিতীয় ধাপ) পথে হাঁটবে,
যা ‘বিশ্বের জন্য খুব, খুব দুর্ভাগ্যজনক হবে’।
এর আগে যুক্তরাষ্ট্রের অর্থ
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি, ২৭টি
প্রতিষ্ঠান ও ২৮টি জাহাজের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করা
হয়। এটি এ যাবৎকালের সর্বোচ্চ নিষেধাজ্ঞা। খবর রয়টার্সের। জাতিসংঘের অন্য
এক নিষেধাজ্ঞার আওতায় বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও কালো তালিকায়
রাখার প্রস্তাব করেছে ট্রেজারি ডিপার্টমেন্ট। এর ‘লক্ষ্য হচ্ছে- উত্তর
কোরিয়ার তেল ও কয়লা বিক্রির অবৈধ চোরাচালানি বন্ধ করা’। যুক্তরাষ্ট্রের
নতুন এ নিষেধাজ্ঞায় এক তাইওয়ানি নাগরিকের পাশাপাশি অন্তর্ভুক্ত হয়েছে চীন,
হংকং, তাইওয়ান ও সিঙ্গাপুরের বেশ কয়েকটি জ্বালানি ও জাহাজ পরিচালনাকারী
প্রতিষ্ঠান।
No comments