ট্রাম্পের কর সংস্কারে বাফেটের লাভ ২৯ বিলিয়ন ডলার
ডোনাল্ড
ট্রাম্পের কর সংস্কারের কারণে বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ওয়ারেন
বাফেটের মুনাফা বেড়েছে ২৯ বিলিয়ন ডলার। গতকাল শনিবার বাফেটের প্রতিষ্ঠান
বার্কশায়ার হ্যাথাওয়ে তাদের রেকর্ড পরিমাণ প্রান্তিক ও বার্ষিক মুনাফার
তথ্য প্রকাশ করেছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
গত
বছরের ডিসেম্বরে কর সংস্কার নীতির আওতায় করপোরেট করহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে
২১ শতাংশ নির্ধারণ করে ট্রাম্প প্রশাসন। কর সংস্কারের মধ্য দিয়ে এত দিন
উচ্চকরের দেশ হিসেবে থাকা যুক্তরাষ্ট্র বাকি উন্নত দেশগুলোর গড় করহারের
কাতারে শামিল হয়েছে। তবে এই কর সংস্কার নীতির পক্ষে নন বার্কশায়ার
হ্যাথাওয়ের চেয়ারম্যান ওয়ারেন বাফেট। কোম্পানির বিনিয়োগকারীদের উদ্দেশে এক
চিঠিতে সাফ বলেছেন, ‘এবার আমাদের লাভের একটা বড় অংশ বার্কশায়ার থেকে
আসেনি। মাত্র ৩৬ বিলিয়ন মুনাফা এসেছে বার্কশায়ারের কাজ থেকে। বাকি ২৯
বিলিয়নই এসেছে গত ডিসেম্বরে কর সংস্কার থেকে।’ গত মাসে ব্রিটিশ ব্যাংক
বার্কলেস জানায়, কর সুবিধার বড় সুবিধাভোগী হবে ওয়ারেন বাফেটের বার্কশায়ার
হ্যাথাওয়ে। প্রাথমিক সংস্কারেই এই কোম্পানির ১২ শতাংশ মুনাফা বাড়বে।
বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী ওয়ারেন বাফেটের বর্তমান সম্পদের পরিমাণ ৮৭ বিলিয়ন
ডলার। ধনীর তালিকায় তাঁর আগে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও
আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ডিসেম্বরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর
সংস্কার বিল পাস হওয়ার পরপরই সমালোচনা ওঠে, এর থেকে লাভবান হবেন কেবল
ধনীরা। যদিও রিপাবলিকানদের পক্ষ থেকে বলা হচ্ছে, এ করনীতি যুক্তরাষ্ট্রের
কর্মজীবী এবং মধ্যবিত্তদের সহায়ক হবে।
No comments