শ্রীপুরে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে কুপিয়ে ছিনতাই
গাজীপুরের
শ্রীপুর পৌরসভার মাস্টারবাড়ী
(গিলারচালা) এলাকার হাজী মফিজউদ্দিন সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে
কুপিয়ে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকাল পৌনে
১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নিয়ামত আলী (৩৫) কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বেতেরকান্দি
গ্রামের রুহুল আমিনের ছেলে।
হাজী মফিজউদ্দিন সিএনজি পাম্পের মালিক প্রকৌশলী তাজুল ইসলাম জানান, নিয়ামত
আলী মাওনা চৌরাস্তার একটি ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য নগদ ১০ লাখ ১০
হাজার টাকা এবং ৮ লাখ ৪৩ হাজার ৯৫৩ ও ৯ লাখ ৩২ হাজার টাকার দুটি পে-অর্ডার
নিয়ে পাম্প থেকে বের হন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির জন্য অপেক্ষা করার
সময় মোটরসাইকেলে দুই যুবক এসে নিয়ামতের হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে
টানাটানি শুরু করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তার হাতে চাপাতি দিয়ে কোপ দেয়।
পরে ব্যাগটি নিয়ে যুবকরা দ্রুত সটকে পড়ে। পরে স্থানীয়রা আহতাবস্থায়
ব্যবস্থাপক নিয়ামতকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাওনা চৌরাস্তার একে
মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান।
একে মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, আহত নিয়ামতের ডান
হাতের রগ কেটে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন
আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শ্রীপুর থানার এসআই জামিল
রাশেদ জানান, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ নিয়মিত একইভাবে প্রতিদিন ব্যাংকে টাকা
জমা রাখত। তা ছাড়া মোক্তার নামে স্থানীয় একজনের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ
চলে আসছিল। ওই বিরোধের জেরে কিছু দিন আগে মোক্তার তাকে দেখে নেয়ার হুমকিও
দেয়। এ ছাড়া তার সঙ্গে উল্লেখযোগ্য কারও কোনো শত্রুতা নেই। তবে হুমকির
ঘটনায় কোনো সাধারণ ডায়েরি করা হয়নি বলে জানান এসআই।
No comments