নরসিংদীর রায়পুরায় গণপিটুনিতে ডাকাত নিহত
নরসিংদীর
রায়পুরায় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে জেলার
রায়পুরা উপজেলার দড়ি-হাইরমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত জাকির হোসেন
(৩০) রায়পুরার বীরকান্দি গ্রামের বাসিন্দা। পুলিশ ও ডাকাতির স্বীকার
পরিবারের লোকজন জানিয়েছেন শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ৮-১০ জনের একটি
ডাকাত দল রায়পুরা উপজেলার দড়ি-হাইরমারা গ্রামের জাকির মাওলানার বাড়িতে হানা
দেয়। ডাকাত দল ঘরে প্রবেশ করেই পরিবারের লোকজনদের জিম্মি করে ফেলে। পরে
ডাকাত দল ঘরের আলমারি ভেঙে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ৩ লাখ টাকাসহ মালামাল লুট
করে নেয়। এতে বাধা দিতে গেলে তারা মারধর শুরু করে। পরে বাড়ির লোকজন চিৎকার
শুরু করলে গ্রামের লোকজন টের পেয়ে ডাকাতদের চারপাশ থেকে ঘিরে ফেলে। পরে
একযোগে ডাকাতদের ধাওয়া দেয়।
ওই সময় জাকির নামে এক ডাকাতকে ধরে ফেলে
গ্রামবাসী। এর পর উত্তেজিত গ্রামবাসী তাকে গণপিটুনি দেয়। এতে তার মৃত্যু
হয়। খবর পেয়ে পুলিশ ডাকাতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ
করে। আমিরগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি বলেন, নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে
প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে রায়পুরা থানায় মামলার প্রস্তুতি চলছে।
No comments